তলানীতে থাকা খুলনাকে নিয়ে তবুও আশাবাদী মালিঙ্গা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৯
তলানীতে থাকা খুলনাকে নিয়ে তবুও আশাবাদী মালিঙ্গা

ছবি : বিসিবি

হারের বৃত্তে ঘুরতে থাকা খুলনা টাইটানসে যোগ দিয়েই জয়ের স্বাদ পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা। সিলেট পর্ব জিতে শুরু করলেও খুলনা শেষ করেছে দুটি হারে। কিন্তু এখনও আশা ছাড়ছেন না শ্রীলঙ্কার এই পেসার। ক্রিকেটে যে কোনও কিছু হতে পারে বিশ্বাস তার।

সিলেটে তিন ম্যাচে মাত্র একটি জিতেছে খুলনা। ৭ ম্যাচ শেষেও জয় ওই একটিই। তাতে মাত্র ২ পয়েন্ট নিয়ে ৭ দলের এই প্রতিযোগিতায় সবার শেষে তারা। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় মাহমুদউল্লাহরা। কিন্তু এত দূরের কিছু ভাবছেন না মালিঙ্গা। ঢাকায় ফিরতি পর্বে ভালো শুরুর দিকে মনোযোগ তার।

রবিবার ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বে মাহমুদউল্লাহরা। দুই দিন পর মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে পরের ম্যাচ। এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে আত্মবিশ্বাসী মালিঙ্গা। চিটাগং ভাইকিংসের কাছে হারের পর সংবাদ সম্মেলনে আশাবাদী এই লঙ্কান পেসার, ‘আমাদের হাতে এখনও ৫ ম্যাচ আছে। ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। কেউ জানে না সামনে কী হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা প্রত্যেক ম্যাচ ধরে ধরে জয়ের ধারাবাহিকতায় ফিরতে চাই। আমাদের বাকি সবগুলো ম্যাচ জিততে হবে। এরপর হয়তো সমীকরণের সামনে পড়বো। আপাতত ঢাকায় নতুন করে শুরু করতে চাই। এই মুহূর্তে আমরা ম্যাচ জিততে মুখিয়ে আছি।’

চিটাগং ২১৪ রান করলেও খুলনার ম্যাচ জেতা অসম্ভব ছিল না মনে করেন মালিঙ্গা। শুরুটা দারুণ হয়েছিল বললেন তিনি, ‘অবশ্যই জেতা সম্ভব ছিল। এমন কন্ডিশনে বড় দুটি জুটি হলেই ম্যাচ বের হয়ে যেত। প্রথম ৬ ওভারে কয়েকটি উইকেট হারালেও আমার ৫০ এর উপর রান করতে পেরেছি। মাঝে আমরা কিছু উইকেট হারিয়েছে। নয়তো জেতার মতো অবস্থায় ছিলাম আমরা। দুই দলেরই বোলাররা প্রচুর রান দিয়েছে। এই ধরনের উইকেট বোলারদের জন্য খুব চ্যালেঞ্জিং। তবে আমরা ২৫টি রান বেশি দিয়েছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেট থেকে ঢাকায় ফিরছে বিপিএল

সিলেট থেকে ঢাকায় ফিরছে বিপিএল

চিটাগংয়ের কাছে আবারও হেরে গেলে খুলনা

চিটাগংয়ের কাছে আবারও হেরে গেলে খুলনা

নার্ভাস তামিমের ব্যাটে ৭৩ রান

নার্ভাস তামিমের ব্যাটে ৭৩ রান

দুর্দান্ত খেলেও হারের কারণ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

দুর্দান্ত খেলেও হারের কারণ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ