চিটাগংয়ের কাছে আবারও হেরে গেলে খুলনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯
চিটাগংয়ের কাছে আবারও হেরে গেলে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ২২তম ম্যাচে খুলনা টাইটান্সকে ২৬ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে চিটাগং ভাইকিংস। এর আগেও বিপিএলের চলমান আসরে খুলনা টাইটান্সকে সুপার ওভারে হারিয়েছিল চিটাগং ভাইকিংস।

নিজেদের ৫ খেলায় ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট সংগ্রহ করলো মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। অপরদিকে ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো মাহমুদুউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।

শনিবার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চিটাগংকে ভালো শুরু এনে দিতে পারেননি দলের দুই ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট। দলীয় ১৭ রানে ফিরে যান ডেলপোর্ট। তবে বড় ইনিংস খেলার চেষ্টা করেছিলেন শাহজাদ। শেষ পর্যন্ত তিনিও পরেননি। মারমুখী মেজাজে ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ব্যক্তিগত ৩৩ রানেই তাইজুল ইসলামের বলে থেমে যান শাহজাদ।

দলীয় ৫৬ রানে শাহজাদের বিদায়ের পর জুটি বাঁধেন ইয়াসির আলি ও অধিনায়ক মুশফিকুর রহিম। খুলনার বোলারদের উপর চড়াও হন তারা। এ জুটি থেকে দল পায় ৫০ বলে ৮৩ রান।

ইয়াসির ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে ৫৪ করে আউট হলেও শ্রীলঙ্কার দাসুন শানাকাকে নিয়ে দলের স্কোর বড় করেন মুশফিক। দলকে বড় স্কোরের পথে রেখে ব্যক্তিগত ৫২ রানে থেমে যান মুশি। ৩৩ বলে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকানো মুশফিক শিকার হন ডেভিড ওয়াইসের।

ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন শানাকা ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। ইনিংসের শেষ ১৪ বলে ৪৪ রান যোগ করেন তারা। শানাকা ৩টি চার ও ৪টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৪২ ও জাদরান ২টি চার ও ১টি ছক্কায় ৫ বলে অপরাজিত ১৬ রান করেন। খুলনার পক্ষে ২৬ বলে ২ উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ওয়াইস।

বিপিএলের চলমান আসরে দলীয় সর্বোচ্চ রানের স্কোর গড়ে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।

জয়ের জন্য ২১৬ রানের বিশাল টার্গেটের জবাব দিতে নেমে ১৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে খুলনা টাইটান্স। এরপর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন জিম্বাবুয়ের বেন্ডন টেইলর ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৬৮ রানের জুটি গড়েন তারা।

এরপরই মিনি ধস নামে খুলনার ইনিংসে। টেইলর ২৮, মাহমুদুল্লাহ রিয়াদ ২৬ বলে ৫০ ও আরিফুল হক ১১ রানে ফিরলে খাদের কিনারায় চলে যায় খুলনা। তারপরও শেষের দিকে ওয়াইস ব্যাট হাতে ঝড় তুলেন। ফলে খুলনার হারের ব্যবধান কমে।

২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করে তারা। ওয়াইস ২টি চার ও ৪টি ছক্কায় ২০ বলে ৪০ রান করেন। চিটাগংয়ের আবু জায়েদ ৩৩ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
চিটাগং ভাইকিংস : ২১৪/৪, ২০ ওভার (ইয়াসির ৫৪, মুশফিক ৫২, ওয়াইস ২/২৬)।
খুলনা টাইটান্স : ১৮৮/৮, ২০ ওভার (মাহমুদুল্লাহ ৫০, ওয়াইস ৪০, আবু জায়েদ ৩/৩৩)।
ফল : চিটাগং ভাইকিংস রানে ২৬ জয়ী।
ম্যাচ সেরা : মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস)।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর জয় পেলো মাশরাফির রংপুর

শ্বাসরুদ্ধকর জয় পেলো মাশরাফির রংপুর

১৮১ রানেও পারলো না খুলনা টাইটান্স

১৮১ রানেও পারলো না খুলনা টাইটান্স

স্বাগতিক সিলেটকে হারিয়ে জয়ে ফিরলো ঢাকা

স্বাগতিক সিলেটকে হারিয়ে জয়ে ফিরলো ঢাকা

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট