মাকড়সা কামড়িয়েছিল ফ্রাইলিঙ্কে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৪ পিএম, ২২ জানুয়ারি ২০১৯
মাকড়সা কামড়িয়েছিল ফ্রাইলিঙ্কে

ছবি : বিসিবি

ঢাকা ডায়নামাইটনের বিপক্ষে চিটাগং ভাইকিংসের গতকালের (সোমবার) ম্যাচটির কথা অবশ্য সবার মনে থাকার কথা। সেই ম্যাচটিতে জয়ের জন্য চিটাগং ভাইকিংসের প্রয়োজন ছিলো ১৬ রান। সবাই ধরেই নিয়েছিল ম্যাচটি হয়তো ঢাকার হাতেই চলে গেল। সংবাদকর্মীরাও ঢাকা জয় লাভ করেছে এমন সংবাদ লিখাও শুরু করেছিলো।

কিন্তু ওই যে ক্রিকেটে একটা কথা আছে, ‘টি-টোয়েন্টিতে নিশ্চয়তা বলে কিছু নেই’। হ্যাঁ, সেটাই আবার প্রমাণ করলেন চিটাগংয়ের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রবি ফ্রাইলিঙ্ক। এক ওভারে ১৬ রান নিয়ে এমন কঠিন কাজটি অবলীলায় করে দেখিয়েছেন তিনি। শেষ ওভারে তিনটি ছক্কা হাকিয়ে চিটাগংকে ৩ উইকেটের দারুন এক জয় উপহার দিয়েই মাঠ ছাড়েন ফ্রাইলিঙ্ক।

কিন্তু সিলেটে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে সে ম্যাচে দেখা মিলেনি ফ্রাইলিঙ্ককে। কিন্তু কেন? সেটা জানার আগ্রহ সবার ছিল। তবে জানা গেল সেই কথা।

ম্যাচে শেষে তিনি বলেন, ‘আসলে মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই গত ম্যাচ খেলা হয়নি। আমি সৌভাগ্যবান যে এই ম্যাচের আগে ফিট হতে পারছি। হয়তো ব্যাটিং করতাম না, কিন্তু এ ছাড়া আর কোনো উপায় ছিলো না আমাদের।’

চিটাগংয়ের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রবি ফ্রাইলিঙ্ক এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন। বল হাতে ১১ উইকেট, ইকোনমি রেট ৭.৩৬। আর ব্যাট হাতে ১১৩ গড়ে ও ১৮২.২৫ স্ট্রাইকরেটে করেছেন ১১৩ রান।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রাইলিঙ্কের কাছে হারলো ঢাকা

ফ্রাইলিঙ্কের কাছে হারলো ঢাকা

বিপিএল বন্ধের দাবি

বিপিএল বন্ধের দাবি

কুমিল্লাকে নাকানি-চুবানি খাইয়ে জয় তুলে নিল রাজশাহী

কুমিল্লাকে নাকানি-চুবানি খাইয়ে জয় তুলে নিল রাজশাহী

অবশেষে বিপিএলে দেখা মিললো সেঞ্চুরি

অবশেষে বিপিএলে দেখা মিললো সেঞ্চুরি