মোস্তাফিজ পারলে আমি কেন পারব না : সাইফউদ্দীন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
মোস্তাফিজ পারলে আমি কেন পারব না : সাইফউদ্দীন

সতীর্থদের সাথে বিজয়ের বেশে সাইফউদ্দীন, ছবি- বিসিবি

দুর্দান্ত বোলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় উপহার দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দীন। ডেথ ওভারে এক রানে ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে কুমিল্লা। ২২ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

এতো ভালো বোলিং ও ডেথ ওভারে দলের জয় ছিনিয়ে আনার পরও সংবাদ সম্মেলনে সেই ২০১৭ সালের ২৯ অক্টোবরের ম্যাচের কথা শুনতে হয়েছে সাইফউদ্দীনের। যেখানে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে আগের তিন ওভারে দিয়েছিলেন ২২ রান। কিন্তু চার নম্বর ওভারে দেন ৩১। প্রথম পাঁচ বলেই পাঁচ ছক্কা হাঁকান ডেভিড মিলার। ওই ম্যাচে টি-২০ দ্রুততম ৩৫ বলে সেঞ্চুরি করেন ওই প্রোটিয়া ব্যাটসম্যান।

সেই স্মৃতি উস্কে দিতেই সাইফউদ্দীন বলেন, ‘আমি প্রেস কনফারেন্সে আসলেই আপনারা সবাই মিলারের কথা বলেন। ক্রিকেটে যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। আমি নিজেকে প্রমাণ করতে পারছি, আজকের ম্যাচে। আমি পারি সেটা আজ করে দেখিয়েছি।’

ডেথ ওভারে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলছেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং করে নাজেহাল করছেন ব্যাটসম্যানদের। ফিজের কাছেই অনুপ্রেরণা পেয়েছেন সাইফ। বলেন, ‘মোস্তাফিজ একই রকম একটা ম্যাচ জিতিয়েছিল রংপুরের বিপক্ষে। আমি এগুলো অনুভব করছিলাম। মোস্তাফিজ আমার বয়সী। ও পারলে আমি কেন পারব না। এই জিনিসটা মাথায় রেখে আমি বল করে সফল হয়েছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৮ জয় নিয়ে তাদের অর্জন ১৬ পয়েন্ট। সাইফউদ্দীন বলেন, ‘আমরা সবাই জানি বিপিএলের টপ টিম ঢাকা। এ টিমের সঙ্গে জিততে পারা অনেক বড় ব্যাপার। আমার বিশ্বাস ছিল আমি পারব। আর তামিম ভাইকে ধন্যবাদ, তিনি প্রতিটি বলে সাহস দিচ্ছিলেন।’

বিপিএল খেললেও সাইফের মাথায় কাজ করছে সামনের বিশ্বকাপ নিয়ে। বলেন, ‘সামনে বিশ্বকাপ। স্বাভাবিকভাবে আমার লক্ষ্য ভিন্ন কিছু করার। যেহেতু ওয়ানডে দলে জায়গা ধরে রাখা খুব চ্যালেঞ্জিং। বিপিএলের শুরু থেকেই চেষ্টা করছি কিছু একটা করতে হবে, যেন সবার নজরে আসি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

নিখোঁজ সালার খোঁজে এবার ভিন্ন উদ্যোগ

নিখোঁজ সালার খোঁজে এবার ভিন্ন উদ্যোগ

নেইমারের বার্সা ফেরা নিয়ে মাথা ব্যাথা নেই আলবার

নেইমারের বার্সা ফেরা নিয়ে মাথা ব্যাথা নেই আলবার

জয় দিয়ে বিপিএল শেষ করলো সিলেট

জয় দিয়ে বিপিএল শেষ করলো সিলেট

ফের ইনজুরিতে তাসকিন (ভিডিও)

ফের ইনজুরিতে তাসকিন (ভিডিও)