ঢাকার প্রথম পর্বের শেষ দিনই ফিরছেন মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯
ঢাকার প্রথম পর্বের শেষ দিনই ফিরছেন মাহমুদউল্লাহ

বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্বেই মাঠে ফিরছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কলকাতায় ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে হামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। যে কারণে চট্টগ্রামের হয়ে প্রথম দু’টি ম্যাচ মিস করেছেন। অবশেষে আজ (শনিবার) ঢাকার প্রথম পর্বের শেষ দিনে মাঠে নামছেন মাহমুদউল্লাহ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত ও ডান-হাতি লেগ-স্পিনার জুবায়ের হোসেন লিখন এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমিত জানান, ‘আলহামদুলিল্লাহ, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছে মাহমুদউল্লাহ। আমরা অফিসিয়ালি সংকেত পেয়েছি। শনিবােরে ম্যাচে তাকে আমরা পাচ্ছি। শতভাগ ফিট সে।’

লিখন বলেন, ‘রিয়াদ ভাই ফিরে আসাটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। যেহেতু আগের ম্যাচে আমরা হেরেছি। মাহমুদউল্লাহ ভাই ফিরবেন, ভালো করবেন, দলও কামব্যাক করবে সে আশায় আমরা আছি। রিয়াদ ভাই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করেছেন। সবমিলিয়ে খুব ফিটই লেগেছে তাকে।’

বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম। তার মধ্যে একটি জয় ও একটি হার রয়েছে। প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে চট্টগ্রাম। তবে দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটে হেরে গেছে।

আজ (শনিবার) রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে চট্টগ্রাম। এদিকে আজকের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ঢাকার প্রথম পর্ব। এরপর চট্টগ্রামে শুরু হবে পরের পর্ব। ফলে ঢাকা থেকে জয় নিয়ে নিজেদের মাঠের পর্ব শুরু করতে চাইছে চট্টগ্রাম।

রংপুর রেঞ্জার্সের বিপক্ষে চট্টগ্রামের পরিকল্পনা সম্পর্কে সুমিত বলেন, ‘আমরা ওয়ান বাই ওয়ান পরিকল্পনা করছি। পরের ম্যাচ আমাদের রংপুর রেঞ্জার্সের সাথে ম্যাচ। ইতোমধ্যে আমরা দু’টো ম্যাচ খেলেছি। বৃহস্পতিবার আমাদের জন্য বাজে দিন ছিল, আমরা ভালোভাবে কামব্যাক করব।’

প্রথম দু’ম্যাচে খেলার সুযোগ পাননি লেগ-স্পিনার লিখন। তবে সুযোগ পেলে নিজের সেরা পারফরমেন্সই করবেন বলে জানালেন তিনি, ‘নিজেকে যেভাবে প্রস্তুত করতে হয় সেভাবেই করেছি। অপেক্ষায় আছি মাঠে নামার। সুযোগ পেলে এতদিন যে পরিশ্রম করেছি সেটা প্রয়োগ করতে চাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম

খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম

সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

রংপুর রেঞ্জার্সকে বড় ব্যবধানে হারালো কুমিল্লা ওয়ারিয়র্স

রংপুর রেঞ্জার্সকে বড় ব্যবধানে হারালো কুমিল্লা ওয়ারিয়র্স

ঢাকাকে ৯ উইকেটে হারালো রাজশাহী

ঢাকাকে ৯ উইকেটে হারালো রাজশাহী