আইপিএলেও নিষিদ্ধ হলেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৮ মার্চ ২০১৮
আইপিএলেও নিষিদ্ধ হলেন স্মিথ-ওয়ার্নার

ফাইল ফটো

বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। এবার তারা নিষিদ্ধ হলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।

আইপিএল টুর্নামেন্ট কমিশনার রাজিব শুক্লা বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, আগামী মাস থেকে শুরু হওয়া আইপিএল আসরে খেলতে পারবেন না স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।

ভারতীয় বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা এবং বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরীর সঙ্গে আলোচনা করেছে প্রশাসক কমিটি (সিওএ)। সে আলোচনার পরিপ্রেক্ষিতে আইপিএল ২০১৮ থেকে স্মিথ ও ওয়ার্নারকে অবিলম্বে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিসিসিআই আশা করে, আইপিএলে যেসব ক্রিকেটার অংশ নেয়, তারা ক্রিকেটের চেতনার ওপর পূর্ণ শ্রদ্ধা রাখে এবং খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের জন্য রাখা আচরণবিধি মেনে চলে।

এদিকে বল টেম্পারিংয়ের অবিযোগের পর গত সপ্তাহেই আইপিএলের রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন স্মিথ। ওয়ার্নারও ছেড়ে দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব। তবে এখন যেহেতু তারা টুর্নামেন্টেই খেলতে পারছেন না, সেখানে নেতৃত্ব দেয়ার প্রশ্নই ওঠে না। আইপিএলের টুর্নামেন্ট কমিটির প্রধান রাজিব শুক্লা জানিয়েছেন, তাদের পরিবর্তে ফ্রাঞ্চাইজি দুটি নতুন কাউকে নিতে পারবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধই হলেন স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট

নিষিদ্ধই হলেন স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট

কলঙ্কিত বল করে অসি ক্রিকেটারের বিয়ে ভাঙায় আজও ব্যাচেলার

কলঙ্কিত বল করে অসি ক্রিকেটারের বিয়ে ভাঙায় আজও ব্যাচেলার

ক্রিকেটে স্লেজিংয়ের অবসান চান অসি প্রধানমন্ত্রী

ক্রিকেটে স্লেজিংয়ের অবসান চান অসি প্রধানমন্ত্রী

স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে সরিয়ে দিল অস্ট্রেলিয়া

স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে সরিয়ে দিল অস্ট্রেলিয়া