ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৩ মার্চ ২০২২
ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো কোনো ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব দিবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে বিরাট কোহলির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। অধিনায়কের দায়িত্ব নিয়েই ডু প্লেসিস জানিয়েছেন, ধোনির সাথে নিজের অধিনায়কত্বের মিল খুঁজে পান তিনি।

২০১২ সালে প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পান ডু প্লেসিস। সেই মৌসুম থেকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন তিনি। মাঝে দুই আসরে চেন্নাই না থাকলে ওই দুই আসরে ধোনির সাথে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন এই প্রোটিয়া তারকা।

এ সময়ই নিজের অধিনায়কত্বের মধ্যে ধোনির অধিনায়কত্বের ছাপ পড়েছে বলে মনে করেন ডু প্লেসিস। তিনি বলেন, ‘আমি খুবই ভাগ্যবান তিনজন সেরা অধিনায়কের সাথে কাজ করতে পেরেছি। গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকার সেরা অধিনায়ক। তার অধীনেই বেড়ে উঠেছি। এরপর ১০ বছর ধোনি এবং স্টিফেন ফ্লেমিংয়ের সাথে কাজ করেছি। দুইজনই অসাধারণ। আমার মনে হয়, এই দুইজনের সবগুন ধোনির মধ্যে আছে। আর আমার আর ধোনির মধ্যে মিল হলো, আমরা দুইজনই খুবই শান্ত।’

ধোনির সাথে নিজের মিল খুঁজে পেলেও শুরুর দিকে তিনি পুরো বিপরীত ছিলেন বলেও জানান ডু প্লেসিস। তিনি বলেন, ‘চেন্নাইয়ের হয়ে আইপিএল শুরু করাটা আমার জন্য দারুণ ছিল। আমি এখান থেকে অধিনায়কত্বের ধারণা পেয়েছিলাম।’

আইপিএলে এখনও নিজের অধিনায়কত্বের শুরু না করলেও এখনই সেই সম্পর্কে ভালো ধারণা পাচ্ছেন বলে মনে করেন ডু প্লেসিস। তার ভাষ্যমতে, ‘আইপিএলে অধিনায়কত্ব করা বেশ কঠিন। এখানে অনেক চাপে থাকতে হয়। আমি বিরাট কোহলি বা ধোনির মতো চেষ্টা করতে পারবো না। তবে আমি যা শিখেছি, তা চেষ্টা করে দেখতে পারি।’

অধিনায়ক হিসেবে ধোনির প্রশংসা করতেও ভোলেননি ডু প্লেসিস। তার মতে, ধোনি একজন অসাধারণ নেতা। ধোনির সাথে খেলাকে বেশ উপভোগ করেছেন বলেও জানান ডু প্লেসিস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকেই ব্যাঙ্গালুরুর শক্তি মানছেন ডু প্লেসিস

কোহলিকেই ব্যাঙ্গালুরুর শক্তি মানছেন ডু প্লেসিস

আইপিএলে ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক ডু প্লেসিস

আইপিএলে ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক ডু প্লেসিস

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

রাজস্থান রয়্যালসের নতুন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা

রাজস্থান রয়্যালসের নতুন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা