আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ পিএম, ১১ মার্চ ২০২২
আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

জেসন রয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেন আরেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। দুইজনই আইপিএলের কঠোর বায়োবাবল নিয়মের কারণে নিজেকে সরিয়ে নিলেন। আইপিএলের ১৫তম আসরে কলকাতা  নাইট রাইডার্সে অ্যালেক্স হেলসের পরিবর্তে খেলবেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এর আগে আইপিএলের দল গুজরাট লায়ন্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। জানিয়েছিলেন দীর্ঘদিন বায়োবাবলে থাকতে হবে আইপিএলে খেলবেন না তিনি। তার বদলি হিসেবে গুজরাট লায়ন্স দলে নিয়েছে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে।

এবার জেসন রয়ের পথ ধরলেন অ্যালেক্স হেলস। আইপিএলের আগে বিগব্যাশ এবং পাকিস্তান সুপার লিগেও খেলেছিলেন তিনি। তবে বায়োবাবল ক্লান্তির কারণে পিএসএলের মাঝপথে দেশে ফিরেছিলেন। অবশ্য পরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে প্লে অফ ম্যাচে খেলেছিলেন।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বের প্রায় সব কয়েকটি ফ্রাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ তিনি। তবে এবার বায়ো-বাবল ক্লান্তির কারণে আইপিএলে খেলবেন না।

এদিকে আইপিএলের সর্বশেষ আসরে কোনো দলই অ্যারন ফিঞ্চকে দলে ভেড়ায়নি। এমনকি আইপিএলের ১৫তম আসরেও মেগা নিলাম থেকে তাকে দলে নেয়নি কোনো দল। আইপিএলে এখন পর্যন্ত ৮৭ ম্যাচ খেলে ২৫ দশমিক ৩৮ গড়ে করেছেন ২০০৫ রান। এ সময় তার ১২৭ দশমিক ৭১।

বায়োবাবল ক্লান্তির কারণে আইপিএল থেকে ক্রিকেটারদের নিজেদের সরিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়। আইপিএলের ১৪তম আসরেও বেশ কয়েকজন ক্রিকেটার একই কারণে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রাজস্থান রয়্যালসের নতুন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা

রাজস্থান রয়্যালসের নতুন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা

গুজরাটে জেসন রয়ের বদলি রহমানউল্লাহ গুরবাজ!

গুজরাটে জেসন রয়ের বদলি রহমানউল্লাহ গুরবাজ!

চেন্নাই সুপার কিংসের নেট বোলার আয়ারল্যান্ডের জশ লিটল

চেন্নাই সুপার কিংসের নেট বোলার আয়ারল্যান্ডের জশ লিটল

চেন্নাই দলে ধাক্কা, আইপিএলে থাকছেন না দীপক চাহার

চেন্নাই দলে ধাক্কা, আইপিএলে থাকছেন না দীপক চাহার