ধোনির ক্রিকেটীয় দক্ষতা দেখে বিস্মিত ইশান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৬ এপ্রিল ২০২২
ধোনির  ক্রিকেটীয় দক্ষতা দেখে বিস্মিত ইশান

মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটীয় ক্ষমতা নিয়ে কার সন্দেহ থাকার কথা না। কঠিন পরিস্থিতেও ম্যাচ বের করে আনা কিংবা বোলারকে পরামর্শ দিয়ে ম্যাচ জেতানোর মতো অনেক নজির আছে তার। ধোনির এই ক্রিকেটীয় দক্ষতা ও বুদ্ধির খেলা দেখে মুগ্ধ ভারতের তরুণ তারকা ইশান কিষান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ইশান বলেছেন, তিনি মাঝে মাঝে মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটীয় বুদ্ধি দেখে বিস্মিত হন। এছাড়াও নিজের দক্ষতা উন্নত করার লক্ষ্য প্রায়শই অভিজ্ঞ এই খেলোয়াড়ের মন পড়ার চেষ্টা করেন।

এবারের আসরের মেগা নিলাম থেকে সর্বোচ্চ ১৫.২৫ কোটি রূপিতে ইশানকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পঞ্চাদশ আসরের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে আইপিএল মাতাচ্ছেন কিশান। ধোনির বুদ্ধিমত্তা নিয়ে ঈশান বলেন,

‘তার (ধোনি) মন কীভাবে কাজ করে তা বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আইপিএলের একটি খেলায় তার দক্ষতা আমাকে একটু বেশিই অবাক করে দিয়েছে।’

‘আমি ভাল খেলছিলাম এবং বোলারদের পেটাচ্ছিলাম।। তখন ধোনি ভাই বোলারের (ইমরান তাহির) কাছে গিয়ে কিছু একটা বললেন। আমি মনে মনে ভাবছি, ধোনি ভাই তাকে কি বলতে পারেন।’ - ইশান যোগ করেন।

এরপরের ঘটনা বর্ননা করে ইশান বলেন, ‘আমি জানি না কি হয়েছে। একটা হাফভলি বল পেয়ে আমি ব্যাট চালিয়েছিলাম কিন্তু শর্ট থার্ডম্যানের কাছে ধরা খেলাম। আজ পর্যন্ত বুঝিনি স্পিন বলে মারতে চেষ্টা করা ব্যাটার কীভাবে থার্ডম্যানের কাছে ধরা পড়ে।’

ধোনির দেওয়া উইকেট কিপিং টিপসের কথাও স্মরণ করলেন ২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। যেটা মেনে চলতে চেষ্টা করেন ভারতের উদীয়মান তারকা।

ইশান বলেন, ‘কিপিংয়ের সময় আমাদের হাত সাধারণত সোজা থাকে। তিনি (ধোনি) আমাকে শিখিয়েছিলেন যে হাতের নড়াচড়া একটি সেমি-পেন্ডুলামের মতো হবে। একবার এটি একটি অভ্যাস হয়ে গেলে, আপনি খানিক দূর দিয়ে বেরিয়ে যাওয়া বলও ধরে ফেলতে পারবেন।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

হাসপাতালে শয্যাশয়ী মা, মাঠে দুর্দান্ত আবেশ খান

হাসপাতালে শয্যাশয়ী মা, মাঠে দুর্দান্ত আবেশ খান

প্রথম সপ্তাহেই আইপিএলে নজর কেড়েছে যে পাঁচ পেসার

প্রথম সপ্তাহেই আইপিএলে নজর কেড়েছে যে পাঁচ পেসার

৯ এপ্রিল থেকে ম্যাক্সওয়েলকে পাচ্ছে ব্যাঙ্গালুরু

৯ এপ্রিল থেকে ম্যাক্সওয়েলকে পাচ্ছে ব্যাঙ্গালুরু

আইপিএলে নেমেই দুর্দান্ত মোস্তাফিজ

আইপিএলে নেমেই দুর্দান্ত মোস্তাফিজ