অধিনায়ক হিসেবে আমি এখনো শিখছি: জাদেজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ পিএম, ১৩ এপ্রিল ২০২২
অধিনায়ক হিসেবে আমি এখনো শিখছি: জাদেজা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নিজেদের পঞ্চম্ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম চার ম্যাচে হারের পেছনে অধিনায়ক রবীন্দ্র জাদেজারও দায় আছে। অবশ্য দায় মাথা পেতে নিয়েই চেন্নাই অধিনায়ক জানালেন, অধিনায়ক হিসেবে তিনি এখনো শিখছেন।

টানা চার হারের পর মঙ্গলবার (১২ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২৩ রানের জয় পায় চেন্নাই। এই জয়ে খুশি জাদেজা। অধিনায়ক হিসেবে প্রথম জয়টা স্ত্রীকে উৎসর্গ করেছেন এই অলরাউন্ডার।

জাদেজা বলেন, ‘একজন অধিনায়ক হিসাবে এটা আমার প্রথম জয়। এই জয় আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই কারণ প্রথম জয় সবসময়ই বিশেষ কিছু।’

চেন্নাইয়ের নতুন অধিনায়ক বলেন, ‘আগের চার ম্যাচে আমরা লক্ষ্য অতিক্রম করতে পারিনি। কিন্তু দল হিসেবে আমরা ভালো খেলেছি। একজন অধিনায়ক হিসেবে, আমি এখনও সিনিয়র খেলোয়াড়দের সাহায্য নিচ্ছি। মাহি ভাই আছেন, আমি সবসময় তার কাছে যাই এবং আলোচনা করি।’

অধিনায়ক হিসেবে এখনো মানিয়ে নিতে পারেননি জাদেজা। খানিকটা সময় লাগবে বলেও জানালেন এই অলরাউন্ডার। জাদেজা বলেন, ‘একটি নতুন ভূমিকায় মানিয়ে নিতে সময় লাগবে। আমি এখনো শিখছি এবং প্রতিটি খেলায় আরও ভালো করার চেষ্টা করছি।’

টানা হারের পরও চেন্নাই ম্যানেজমেন্ট থেকে দলের উপর কোনোপ্রকার হস্তক্ষেপ করেনি। এই ব্যাপারটা নিয়ে খুশি জাদেজা। তিনি বলেন,’আমাদের ম্যানেজমেন্ট আমার উপর চাপ দেয় না। তারা সবসময় আমার কাছে আসে এবং অনুপ্রাণিত করে। ড্রেসিংরুমে আমাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে।’

ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রবিন উত্থাপ্পা ও শিবাম দুবের অর্ধশতকের উপর ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে চেন্নাই। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৩ রানই সংগ্রহ করতে পারে ব্যাঙ্গালুরু। হার নেমে নেয় ২৩ রানে।

রবিবার (১৭ এপ্রিল) নিজেদের ষষ্ঠ ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

বর্তমানে চাহাল ভারতের সেরা লেগ স্পিনার : সাঞ্জু স্যামসন

বর্তমানে চাহাল ভারতের সেরা লেগ স্পিনার : সাঞ্জু স্যামসন

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া

ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া

ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া