মেয়েদের জার্সি পড়ে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৩
মেয়েদের জার্সি পড়ে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের ২২তম ম্যাচে আজ রোববার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটিতে মেয়েদের জার্সি পড়ে মাঠে নামবে রোহিত শর্মারা।

ছেলেদের পাশাপাশি মেয়েদের আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা রয়েছে আম্বানি গ্রুপ। ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারী নীতা অম্বানীর রিলায়্যান্স ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আইপিএলের একটি ম্যাচে ‘এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল’-এর প্রচার করা হয়।

তারই অংশ হিসেবে নারী ক্রিকেটারদের জার্সি পরে কলকাতার বিপক্ষে খেলতে নামবেন রোহিতরা। দলের এমন উদ্যোগ পছন্দ করেছেন প্রধান কোচ মার্ক বাউচারের।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “খুবই ভালো উদ্যোগ। শিক্ষা ও খেলা প্রচার করার মাধ্যমে এটা ব্যবহার হয়। আশা করছি, এমন উদ্যোগের ফলে আগামীতে অনেক ক্রিকেটার ওঠে আসবে।”

দলের এমন উদ্যোগে ভারতের সাবেক কিংবদন্তি নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীও প্রশংসা করেছেন। তিনি বলেন, “এমন উদ্যোগ মেয়েদের ক্রিকেটের প্রতি আরও উৎসাহ বাড়াবে। আশা করি, আগামীতে আরও অনেক নারী ক্রিকেটার পাবো।”

চলমান আসরে দুই ম্যাচ হারের পর একটিতে জয় পেয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। তিন ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে রয়েছে তারা। বিপরীতে চার ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের পাঁচে নম্বরে অবস্থান করছে কলকাতা।


শেয়ার করুন :