দক্ষিণ আফ্রিকার বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে আইপিএলের পাঞ্জাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৭ এপ্রিল ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে আইপিএলের পাঞ্জাব

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। আসরের ৪২তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ছুঁড়ে দেওয়া ২৬২ রানের টার্গেট স্পর্শ করে ৮ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাব।

আইপিএলের এই ম্যাচটি টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের নজির। এতে ভেঙে গেছে দক্ষিণ আফ্রিকার গড়া বিশ্ব রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রানের টার্গেট স্পর্শ করেছিল প্রোটিয়ারা।

শুক্রবার (২৬ এপ্রিলৈ) দিনগত রানে নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২৬১ রান করে কলকাতা। উদ্বোধনী জুটিতে কলকাতার হয়ে ৬২ বলে ১৩৮ রান তোলেন ইংল্যান্ডের ফিল সল্ট ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ৬টি করে চার-ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন সল্ট। ৩২ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭১ রান করেন নারাইন।

২৬২ রানের টার্গেটে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সেঞ্চুরি এবং প্রাভসিমরান সিং ও শশাঙ্ক সিংয়ের হাফ-সেঞ্চুরিতে ৮ বল বাকি রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। ৪৫ বলে টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি তুলে ১০৮ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। তার ৪৮ বলের ইনিংসে ৮টি চার ও ৯টি ছক্কা ছিল।

কলকাতার বিপক্ষে রেকর্ড জয়ের পথে ২৪টি ছক্কা মারে পাঞ্জাব। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার ক্ষেত্রে এটিই দ্বিতীয় সর্বোচ্চ। এ সংস্করণে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড নেপালের।

গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২৬টি ছক্কা মেরেছিল নেপালের ব্যাটাররা। ওই ২৬ ছক্কার ইনিংসে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। যা টি-টোয়েন্টিতে একমাত্র তিনশ ও সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ডও।



শেয়ার করুন :