ইন্ডিয়া প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ আসরের জন্য নিলামে নাম উঠলেও মোস্তাফিজুর রহমানকে কেউ কেনার আগ্রহ দেখায়নি। ফলে আইপিএলের ২০২৫ আসরে মি. ফিজের খেলা হচ্ছে না।
সোমবার (২৫ নভেম্বর) আইপিএলে নিলামের দ্বিতীয় ও শেষ দিন তালিকার ১৮১ নম্বর ক্রিকেটার হিসেবে নাম উঠেছিলেন বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তবে ২ লাখ ভিত্তিমূল্যের বাঁহাতি এ পেসারকে কেউ দলে নিতে আগ্রহ দেখায়নি।
২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। বাংলাদেশি এ পেসার এরপর দল বদলেছেন চারবার। খেলেছেন মোট পাঁচটি দলে।
Mustafizur Rahman remains UNSOLD! #TATAIPLAuction | #TATAIPL
— IndianPremierLeague (@IPL) November 25, 2024
সানরাইজার্স হায়দরাবাদে শুরু হওয়া যাত্রা, সর্বশেষ মৌসুমে শেষ হয় চেন্নাই সুপার কিংসে (সিএসকে) গিয়ে। এর মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে নিজের ঠিকানা খুঁজে নেন মোস্তাফিজ। তবে এবার আর দল পাওয়া হলো না তার।
মোস্তাফিজের একটু পর বাংলাদেশের আরেক ক্রিকেটার লেগস্পিনার রিশাদ হোসেনের নাম উঠেছিল নিলাম তালিকায়। তবে ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে থাকা বাংলাদেশি এ ক্রিকেটারকেও কেই দলে নেয়নি।