টানা হারে বেশ চাপে বিরাট কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০১ এপ্রিল ২০১৯
টানা হারে বেশ চাপে বিরাট কোহলি

ছবি : বিসিসিআই

জাতীয় দলের জার্সি গায়ে অধিনায়ক বিরাট কোহলি সফল হলেও আইপিএলের যেন জয়ের দেখা পােচ্ছেন তিনি। আইপিএল ট্রফি ছুঁতে পারেননি গত ১১ বছরেও।

দ্বাদশ আইপিএলের দশ দিন কেটে গেছে। এখন পর্যন্ত বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুররুর অবস্থা বেশ খারাপ। প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৭০ রানে অলআউট। দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বেশ লড়াই করেও হার এবং সর্বশেষ রোববার হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জার হার।

রোববারের ম্যাচটি নিয়ে অধিনায়ক হিসাবে টানা ছ’টি সীমিত ওভারের ম্যাচে হারলেন বিরাট। আইপিএলের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল টানা তিনটি ম্যাচে হেরে যায়। ওই সিরিজে ভারত প্রথম দুটি ম্যাচে জিতেও ২-৩ ম্যাচে সিরিজ হারে। গত ম্যাচে অধিনায়ক হিসেবে বিরাট কোহলি হারের ডাবল হ্যাটট্রিক করেন। বিশ্বকাপের আগে এমন হারে বেশ চাপে বিরাট কোহলি।

ম্যাচের পর বিরাট বলেন, ‘আইপিএলের ইতিহাসে আরসিবি’র এটাই সব থেকে বড় হার। আইপিএলের ইতিহাসে সব থেকে কালো দিন আমাদের। এই বিশাল হারের কোনো ব্যাখ্যা নেই। আমাদের কোনো প্ল্যানই কাজ করেনি। ডেভিড ওয়ার্নারকে প্রচণ্ড বিধ্বংসী মনে হলো। আমি নিজে তিন নম্বরে নেমেছিলাম। এ বি ডি’ভিলিয়ার্সের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান চার নম্বরে খেলল।’'

তিনি বলেন, ‘আমাদের দ্রুত জয়ে ফিরতে হবে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ভালো শুরু করাটা প্রচণ্ড দরকার। একটি ম্যাচ জিতলে পারলেই এই দল ভালো খেলবে। মুম্বইয়ের বিরুদ্ধে আম্পায়ারদের অবিচারের শিকার হয়েছিলাম আমরা। সেই ধাক্কা হয়তো ছেলেরা সামলাতে পারিনি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

চেন্নাইয়ের কাছে হেরে গেল রাজস্থান

চেন্নাইয়ের কাছে হেরে গেল রাজস্থান

সাকিবহীন ম্যাচে হায়দরাবাদের বড় ব্যবধানে জয়

সাকিবহীন ম্যাচে হায়দরাবাদের বড় ব্যবধানে জয়

দিল্লিকে হারিয়ে চেন্নাইয়ের দ্বিতীয় জয়

দিল্লিকে হারিয়ে চেন্নাইয়ের দ্বিতীয় জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাবের নাটকীয় জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাবের নাটকীয় জয়