দুইদিনের মধ্যে আসতে পারে শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
দুইদিনের মধ্যে আসতে পারে শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সফর নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী দুইদিনের মধ্যেই টাইগারদের আসন্ন সফর নিয়ে শ্রীলঙ্কা তাদের সিদ্ধান্ত দেবে বলে আশা করছে বিসিবি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিসিবি’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস জানান, যেহেতু বিষয়টি শ্রীলঙ্কার জাতীয় ইস্যু, তাই বাংলাদেশের প্রস্তাব নিয়ে জবাব দিতে কোনও চাপ দেয়নি বোর্ড। আমরা পরিস্কার করেছি, কোয়ারেন্টাইন পর্ব কমাতে হবে, আমাদের অনুশীলনের সুযোগ দিতে হবে, অন্যথায় আমাদের পক্ষে সিরিজটি খেলা সম্ভব নয়।’

জালাল ইউনিস আরও বলেন, ‘আমরা এখন শ্রীলঙ্কার জবাবের অপেক্ষায় আছি। শ্রীলঙ্কা তাদের সিদ্ধান্ত জানাবে। তবে এটি যেহেতু তাদের জাতীয় ইস্যু, তাই শ্রীলঙ্কা ক্রিকেট কোন সিদ্ধান্ত নিতে পারে না। আপনারা জানেন, তাদের টাস্কফোর্স রয়েছে, তারা কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে। তাই দ্রুত জবাব দেওয়ার জন্য আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি না। আমরা তাদের জবাবের জন্য অপেক্ষা করছি। আশা করছি, আগামী দুই-তিনদিনের মধ্যে আমরা জবাব পেয়ে যাব।’

জালাল বলছেন, শ্রীলঙ্কা যাই করুন না কেন, বাংলাদেশ নিজেদের প্রস্তুতি নিচ্ছে সফরের বিষয়ে আমরা এখনো ইতিবাচক। তিনি জানান, ‘আমরা প্রস্তুত। আমাদের যেমন প্রয়োজন, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। যদি কোন ইতিবাচক উত্তর আসে, তবে এক সপ্তাহের মধ্যে সকল আনুষ্ঠানিকভাবে আমরা সম্পন্ন করতে পারবো। তবে তারা জবাব দিতে সময়ক্ষেপণ করলেই সমস্যা বাড়বে।’

সিরিজকে সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে খেলোয়াড়দের করোনা পরীক্ষা শুরু করবে বিসিবি। পুরনো সূচি অনুযায়ী, ২৭ অক্টোবর কলম্বোর উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর সূচি ছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও করোনা টেস্ট, টাইগারদের অনুশীলন বন্ধ

আবারও করোনা টেস্ট, টাইগারদের অনুশীলন বন্ধ

পাকিস্তানে টিভি বা অ্যাপসেও দেখা যাবে না আইপিএল

পাকিস্তানে টিভি বা অ্যাপসেও দেখা যাবে না আইপিএল

এখনো করোনা নেগেটিভ হননি সাইফ হাসান

এখনো করোনা নেগেটিভ হননি সাইফ হাসান

আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ

আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ