বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৫ মে ২০২৪
বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি জানালো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রোববার (৫ মে) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আইসিসি এ সূচি প্রকাশ করে। মোট ১৮ দিনব্যাপী এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ মঞ্চে আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং ভারত ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নারী বিশ্বকাপের নবম আসরটি অনুষ্ঠিত হবে চলতি বছরের অক্টোবরে। ৩ অক্টোবর শুরু হবে ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। ১৮ দিনব্যাপী এ বিশ্ব মঞ্চের ম্যাচগুলো সিলেট এবং ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিন মাঠে গড়াবে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। বাছাইপর্ব পার করে আসা দ্বিতীয় দল বাংলাদেশের মুখোমুখি হবে।

১০টি দল দুই ভাগে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে। আসরে মোট ম্যাচ সংখ্যা ২৩টি। বাংলাদেশ আছে গ্রুপ বি-তে। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব থেকে আসা দ্বিতীয় দল।

এছাড়া গ্রুপ এ-তে আছে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্ব থেকে আসা প্রথম দল।

সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বিশ্বকাপের মূল পর্বের আগে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচ। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে।

নারী ‍বিশ্বকাপের সূচি
৩ অক্টোবর : ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ঢাকা
৩ অক্টোবর : বাংলাদেশ-কোয়ালিফায়ার ২, ঢাকা

৪ অক্টোবর : অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১, সিলেট
৪ অক্টোবর : ভারত-নিউজিল্যান্ড, সিলেট

৫ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা
৫ অক্টোবর : বাংলাদেশ-ইংল্যান্ড, ঢাকা

৬ অক্টোবর : নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১, সিলেট
৬ অক্টোবর : ভারত-পাকিস্তান, সিলেট

৭ অক্টোবর: : ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ২, ঢাকা
৮ অক্টোবর : অস্ট্রেলিয়া-পাকিস্তান, সিলেট

৯ অক্টোবর : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা
৯ অক্টোবর : ভারত-কোয়ালিফায়ার ১, সিলেট

১০ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২, ঢাকা

১১ অক্টোবর : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, সিলেট
১১ অক্টোবর : পাকিস্তান-কোয়ালিফায়ার ১, সিলেট

১২ অক্টোবর : ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা
১২ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ঢাকা

১৩ অক্টোবর : পাকিস্তান-নিউজিল্যান্ড, সিলেট
১৩ অক্টোবর : ভারত-অস্ট্রেলিয়া, সিলেট

১৪ অক্টোবর: ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২, ঢাকা
১৭ অক্টোবর: প্রথম সেমিফাইনাল, সিলেট

১৮ অক্টোবর : দ্বিতীয় সেমিফাইনাল, ঢাকা
২০ অক্টোবর : ফাইনাল, ঢাকা।



শেয়ার করুন :