বাংলাদেশের প্রয়োজন ১১, ৩০ নয় : জয়াবর্ধনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৫ এএম, ১২ নভেম্বর ২০১৭
বাংলাদেশের প্রয়োজন ১১, ৩০ নয় : জয়াবর্ধনে

বিপিএলের পঞ্চম আসরের রোবাবর প্রথম ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস। ওই ম্যাচকে সামনে রেখে দলের অনুশীলনের ব্যস্ত ছিলেন খুলনা টাইটান্সের কোচ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তবে সল্প সময়ে জানালেন, ‘পারফরমেন্স করেই বিপিএল দলের একাদশে সুযোগ পেতে হবে। কারণ বাংলাদেশ জাতীয় দলের প্রয়োজন ১১ জন খেলোয়াড়, ৩০ জন নয়।’

বিপিএলের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে- একাদশে পাঁচজন বিদেশি খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নিয়ে। এতে দেশি খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন না। কারণ প্রত্যক ম্যাচেই পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলায় বাকি ছয়জন দেশি খেলোয়াড় অংশ নিতে পারছে।

গত আসরগুলোয় চারজন করে বিদেশি খেলোয়াড় ছিল। এ বিষয়ে জয়াবর্ধনে বলেন, ‘আমি মনে করি কম্বিনেশন কথা চিন্তা করলে এটা বাড়তি শক্তি বাড়াচ্ছে। দেশি ক্রিকেটারদের জন্য এটা চ্যালেঞ্জ হিসেবে নেয়া উচিত। প্রমাণ করেই তারা দলে আসুক। সেরা ক্রিকেটাররাই শুধু খেলার সুযোগ পাবে। বাংলাদেশ জাতীয় দলের ১১ জন ক্রিকেটার প্রয়োজন, ৩০ জন নয়। খেলোয়াড় ও কোচের চ্যালেঞ্জ ভিন্ন। খেলোয়াড়রা যাতে উপভোগ করতে পারে এবং একইভাবে আমিও তা করার চেষ্টা করছি।’

সিলেট ভেনুতে দু’টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল খুলনা। ১টি করে জয় ও হার সঙ্গী হয়েছে তাদের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৫ রানের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে খুলনা। তবে সিলেটে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নেয় খুলনা। টানা তিন জয়ে আকাশে উড়তে থাকা সিলেটকে ৬ উইকেটে হারিয়ে দেয় মাহমুদুল্লাহ’র নেতৃত্বাধীন দলটি। এতেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে খুলনা।

ঢাকাতে ভালো করার প্রত্যয় জয়াবর্ধনের। বলেন, ‘আমি সিলেট খুব উপভোগ করেছি। দারুণ একটি ভেনুুতে খেলা হয়েছে। আমরা অসাধারণ সাপোর্টও পেয়েছি। ছেলেরাও সময়টা উপভোগ করেছে। বিপিএলের নতুন মৌসুমে আমাদের শুরুটা ভালো হয়েছে। আশা করছি, ঢাকায় একই উত্তাপ, উত্তেজনা থাকবে। সিলেটে হাই স্কোরিং ম্যাচ হয়েছে পাশাপাশি শেষ মুহূর্তে গিয়েও ম্যাচের ফল বের হয়েছে। গত বছরের থেকে এ বছরে ভালোমানের বিদেশি ক্রিকেটার এসেছে। সত্যি বলতে বিপিএলে প্রতিটি সময়ই উত্তেজনা থাকে।’

বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দেশি খেলোয়াড়দের চেয়ে পারফরমেন্সে উজ্জ্বল বিদেশিরা। সময় গড়ানোর সাথে সাথে দেশি খেলোয়াড়রা পারফর্ম করবে বলে মনে করেন জয়াবর্ধনে, ‘মাত্রই বিপিএল শুরু হলো। প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলেছে। সিলেট ৪টি খেলেছে। সময় দিলে ফল পাওয়া যাবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

অভিযোগ নিয়ে ক্ষোভ জাড়লেন মেসি

অভিযোগ নিয়ে ক্ষোভ জাড়লেন মেসি

কোচের দায়িত্ব ছাড়ছেন অ্যাডভোকাট

কোচের দায়িত্ব ছাড়ছেন অ্যাডভোকাট

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর

বিশ্বকাপে এগিয়ে গেল ক্রোয়েশিয়া

বিশ্বকাপে এগিয়ে গেল ক্রোয়েশিয়া