অভিযোগ নিয়ে ক্ষোভ জাড়লেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ এএম, ১১ নভেম্বর ২০১৭
অভিযোগ নিয়ে ক্ষোভ জাড়লেন মেসি

ক্লাব ফুটবলে উজ্জ্বল হলেও জাতীয় দলের জার্সি গায়ে সমর্থকদের প্রত্যাশা পূরণে বহুবার ব্যর্থ হয়েছেন ফুবটল যাদুকর লিওনেল মেসি।পা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরও নিয়েছিলেন তিনি। তবে ভক্তদের আহ্বানে আবার ফিরে এসেছেন।

এদিকে দুইবার বিশ্ব বিজয়ী আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসি নাকি জাতীয় দল নির্বাচনে প্রভাব বিস্তার করেন। তবে দল নির্বাচনে তার বিরুদ্ধে এমন অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন এ আর্জেন্টাইনার ফুটবল তারকা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে একসময় ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ রাউন্ডে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে একুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরিই বিশ্বকাপে উঠেছে।

মেসি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, ‘কখনোই তিনি কোচের সিদ্ধান্তে প্রভাব রাখেন না। বলা হয়, ইকার্দিকে আমি নাকি জাতীয় দলে চাইনি। তবে একজন খেলোয়াড় দলে আসবে কি না, সে সিদ্ধান্ত আমি কখনও নেইনি।’

তিনি আরও বলেন, ‘এখন এটা পরিষ্কার, যা কিছু বলা হয়েছিল তার সবই মিথ্যা। আমি কখনই বলিনি, জাতীয় দলে আমি ইকার্দিকে চাই না…এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ, জাতীয় দল আমি চালাই না।’

টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে আর্জেন্টিনা অধিনায়ক আরও বলেন, ‘এসব আসলে মিথ্যা অভিযোগ। এত দিনে তা প্রমাণিত। সর্বশেষ ওরা ইকার্দিকে নিয়ে বলেছিল, আমি চাই না সে জাতীয় দলে সুযোগ পাক। কিন্তু জাতীয় দলে আমি কখনোই কোনো খেলোয়াড়ের অন্তর্ভুক্তি কিংবা ছাঁটাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত দিই না। এটা আমার স্বভাব নয়।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে এগিয়ে গেল ক্রোয়েশিয়া

বিশ্বকাপে এগিয়ে গেল ক্রোয়েশিয়া

হুমকির মুখে ইতালির গর্বিত বিশ্বকাপ

হুমকির মুখে ইতালির গর্বিত বিশ্বকাপ

রেকর্ড পরিমাণ রাজস্ব আয়ের ঘোষণা ম্যান সিটির

রেকর্ড পরিমাণ রাজস্ব আয়ের ঘোষণা ম্যান সিটির

কোচের দায়িত্ব ছাড়ছেন অ্যাডভোকাট

কোচের দায়িত্ব ছাড়ছেন অ্যাডভোকাট