সাইফউদ্দিন ঝড়ে উড়ে গেল ওল্ড ডিওএইচএস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৪ জুন ২০২১
সাইফউদ্দিন ঝড়ে উড়ে গেল ওল্ড ডিওএইচএস

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ওল্ড ডিওএইচএসকে ২৩ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওল্ড ডিওএইচএস। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে আবাহনী প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ওভারে ২৩ রানের আগেই থামে ওল্ড ডিওএইচএসের ইনিংস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে আবাহনী ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং মুনিম শাহরিয়ার ভালোই শুরু করেন। তবে স্কোর বোর্ডে ২৫ রান যোগ করতেই ফিরে যান ২৩ রান করা নাঈম শেখ। এরপর নাজমুল শান্তও ১১ রান করে ফিরে যান।

নাজমুল শান্তর বিদায়ের পর দলের হাল ধরতে পারেননি মুশফিক এবং মোসাদ্দেক। ১২ ওভারে ৭২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে আবাহনী। সাইফউদ্দিন এবং আফিফের ব্যাটে ভর করে ১৩৫ রানের সংগ্রহ পায়। ব্যাট হাতে সাইফউদ্দিন ১৯ বলে ৪০ রান করেন আর অফিফ করেন ২৯ বলে ২৭ রান।

ওল্ড ডিওএইচএসের হয়ে বল হাতে মোহাইমিনুল খান এবং রাকিবুল হাসান দুইটি করে উইকেট শিকার করেন। এছাড়াও আব্দুর রশিদ এবং আনিসুল ইসলাম ইমন শিকার করেন একটি করে উইকেট।

১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আনিসুল ইসলাম এবং রাকিন আহমেদ ভালো শুরু এনে দিলেও তা ধরে রাখতে পারেননি ওল্ড ডিওএইচএসের ব্যাটসম্যানরা। আবাহনীর বোলারদের বোলিং তোপে পড়ে রানের সাথে বলের দূরত্ব পাল্লা দিয়ে বাড়তে থাকে।

পরবর্তীতে রানরেটের চাপ নিতে না পাড়ায় নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে ওল্ড ডিওএইচএসের ইনিংস। আবাহনীর হয়ে বল হাতে সাইফউদ্দিন, আরাফাত সানি এবং শহিদুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা

ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা

পিএসএলের দিনক্ষণ চূড়ান্ত, ১৬ দিনে ২০ ম্যাচ

পিএসএলের দিনক্ষণ চূড়ান্ত, ১৬ দিনে ২০ ম্যাচ

যে তিন কারণে আফগান ম্যাচে পিছিয়ে থাকবে বাংলাদেশ

যে তিন কারণে আফগান ম্যাচে পিছিয়ে থাকবে বাংলাদেশ

সিডনি থান্ডার্সের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেইলিস

সিডনি থান্ডার্সের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেইলিস