সৌম্য-লিটন-নাঈম, ওপেনিং নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ এএম, ৩১ আগস্ট ২০২১
সৌম্য-লিটন-নাঈম, ওপেনিং নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ

জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না তামিম ইকবাল ও লিটন কুমার দাস। টাইগারদের এই দুই ওপেনার না থাকায় দায়িত্ব পালন করেছেন সৌম্য সরকার ও নাঈম শেখ। যদিও ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে ভালো করতে পারেননি তারা। এবার লিটন দাস দলে ফেরায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ।

নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটনের অনুপস্থিতিতে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সৌম্য ও নাঈম। যদিও তারা সফল হননি। ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। তবে ওই সিরিজে পিচ কঠিন হওয়ায় আরও সুযোগ পাচ্ছেন তিনি।

টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কে-কে ওপেনার হিসেবে খেলবেন, তা এখনো ঠিক করা হয়নি। দলে তামিম ছাড়া বাকিদের নিয়েই ওপেনিং প্রতিযোগিতা তিনি খুব উপভোগ করছেন।

রাসেল ডোমিঙ্গো বলেন, ‘সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েছি। তাই এটিকে কোন সমস্যা হিসেবে দেখছি না।’

ডোমিঙ্গো আরও বলেন, ‘লিটন দলে ফিরেছেন। একাদশ কী হতে চলেছে, তা জানতে আমাকে কাল (মঙ্গলবার) নির্বাচকদের সাথে বসতে হবে। আমাদের তিনজন (সৌম্য-লিটন এবং নাঈম) আছে, যারা ব্যাটিং শুরু করতে পারে। নির্বাচক প্যানেলের সাথে আলোচনায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি সিদ্ধান্ত নিবো।’

টাইগার কোচ জানান, ওপেনিং নিয়ে ওপেনারদের প্রতিযোগিতা উপভোগ করছেন এবং এখানে কঠোর প্রতিযোগিতা হচ্ছে। এমন সমস্যায় বার বার পড়তেও পছন্দ করবেন তিনি।

এদিকে, সৌম্য-লিটন এবং নাঈম তিন ওপেনারকে নিয়ে ভাবলেও ইনজুরির কারণে দলে না থাকা তামিম ইকবালকে নিয়ে কোন ভাবনায় নেই কোচ রাসেল ডোমিঙ্গো।

তামিম ইকবাল সম্পর্কে জানতে চাইলে কোচ বলেন, ‘স্কোয়াডে এখন যে ১৯ ক্রিকেটার আছে, আমার যত মনোযোগ তাদের দিকেই। যখন তামিম ফিট হয়ে উঠবে, তখন তার কথা ভাবা যাবে। সত্যি বলতে আমি তার কথা খুব বেশি ভাবছিও না।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভাগ করে উইকেটের পিছনে দাঁড়াবেন মুশফিক-সোহান

ভাগ করে উইকেটের পিছনে দাঁড়াবেন মুশফিক-সোহান

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

মুশফিক-লিটনে শক্তিশালী হয়েছে ব্যাটিং লাইন-আপ : প্রিন্স

মুশফিক-লিটনে শক্তিশালী হয়েছে ব্যাটিং লাইন-আপ : প্রিন্স

পাপনকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা

পাপনকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা