ভাগ করে উইকেটের পিছনে দাঁড়াবেন মুশফিক-সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪২ এএম, ৩১ আগস্ট ২০২১
ভাগ করে উইকেটের পিছনে দাঁড়াবেন মুশফিক-সোহান

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিম দলে ফিরলেও নুরুল হাসান সোহানকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ রাসেল ডোমিঙ্গো। শুধু তাই নয়, নিউজিল্যান্ড সিরিজে উইকেটের পিছনেও দু’জনকে দাঁড়াতে হবে ভাগ করে। ভাগাভাগি করে উভয়েই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন তারা।

জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ দু’টি টি-টুয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিক। অভিজ্ঞ মুশফিকের জায়গায় উইকেটরক্ষক হিসেবে অটোমেটিক চয়েস ছিলেন সোহান। উইকেটের পেছনে ও ব্যাটসম্যান হিসেবে দক্ষতা দেখিয়ে টিম ম্যানেজমেন্টকে মুগ্ধও করেছেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে সোমবার (৩০ আগস্ট) ডোমিঙ্গো জানান, সোহান এবং মুশফিক দু’জনেই উইকেটকিপারের দায়িত্ব পালন করবে। সোহান প্রথম দুই ম্যাচে এবং পরের দুই ম্যাচে মুশফিক এবং পরবর্তীতে উইকেটের পেছনের পারফরম্যান্সের ভিত্তিতে শেষ ম্যাচে দু’জনের মধ্যে একজন উইকেটরক্ষক হিসেবে সুযোগ পাবেন।

টাইগার কোচ বলেন, ‘নিশ্চিতভাবেই প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করবে। আমরা পরিকল্পনা করেছি এ সিরিজে উইকেট কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করবো। সোহান ও মুশফিক দু’টি করে ম্যাচে দায়িত্ব পালন করবে। দুই ম্যাচ করে সুযোগ দিয়ে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নিব, শেষ ম্যাচে কে করবে।’

ডোমিঙ্গোর মতে, মুশফিকের প্রত্যাবর্তন দলের ব্যাটিং লাইনকে শক্তিশালী করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পিচে সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের।

তিনি বলেন, ‘আমি মুশফিককে ব্যাটিং অর্ডারে চার নম্বরে বিবেচনা করছি। সে সেখানে সফল। একইসাথে সে ইনিংস ধরে রাখতে পারে। মাঝের ওভারেও তিনি স্ট্রাইক ঘুরাতে পারে। দলের হয়ে ফিনিশিংটাও ভালো করতে পারে। তার দলে ফেরাটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে।’

সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বুধবার (১ সেপ্টেম্বর)। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিকেল ৪টায়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

মুশফিক-লিটনে শক্তিশালী হয়েছে ব্যাটিং লাইন-আপ : প্রিন্স

মুশফিক-লিটনে শক্তিশালী হয়েছে ব্যাটিং লাইন-আপ : প্রিন্স

পাপনকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা

পাপনকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা

সৌম্য-লিটন-নাঈম, ওপেনিং নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ

সৌম্য-লিটন-নাঈম, ওপেনিং নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ