বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : ওয়াকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৩ অক্টোবর ২০২১
বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : ওয়াকার

ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাকিস্তান হারাতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। তিনি বলেন, ‘আমি সত্যি বিশ্বাস করি, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাতে পারে পাকিস্তান।’

২২ গজে ব্যাট-বলের লড়াইয়ের জন্য আইসিসির ইভেন্টের জন্য অপেক্ষা করতে হয় ভারত ও পাকিস্তানকে। কারণ, দ্বিপাক্ষীক সিরিজে লড়াই হয় না ভারত ও পাকিস্তানের। রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কোন সিরিজ আয়োজিত হচ্ছে না।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিতে দুবাইয়ে ২৪ অক্টোবর মুখোমুখি হবে দু’দল। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার মনে করেন, মেগা ইভেন্টে প্রথমবারের মতো ভারতকে হারাতে পারে বাবর আজমের দল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিন্দ্বন্দি। গ্রুপ পর্বের ম্যাচটি টাই হয়। এরপর বোল-আউটে ভারতের কাছে হার মানে পাকিস্তান।

গ্রুপ পর্ব শেষে ওই আসরের ফাইনালে আবারও দেখা হয় ভারত ও পাকিস্তানের। শিরোপা নির্ধারণী ম্যাচে মাত্র ৫ রানে হারে পাকিস্তান। এখন পর্যন্ত এ ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তান নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন ওয়াকার। তিনি বলেন, ‘সত্যিকারার্থেই আমি বিশ্বাস করি, পাকিস্তান তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারতকে প্রথমবারের মতো হারাতে পারবে। তবে এটি সহজ হবে না।’

তিনি আরও বলেন, ‘এটি একটি বড় ম্যাচ এবং উভয় দলের উপর চাপ থাকবে। কারণ এটি উভয়ের জন্য টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে। কিন্তু প্রথম কয়েকটি ডেলিভারি এবং রান গুরুত্বপূর্ণ হবে। কিন্তু ভালোভাবে শুরু করতে পারলে আমরা ম্যাচটি জিততে পারবো।’

বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণার দিন প্রধান কোচ মিসবাহ উল হকের সাথে পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ওয়াকার। পাকিস্তান দলকে বোলিং আক্রমণ বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

ওয়াকার বলেন, ‘বোলিং সব সময়ই আমাদের শক্তিশালী দিক এবং আমরা অতীতে দেখেছি, স্কোর ডিফেন্ড করার সামর্থ্য আমাদের রয়েছে। আমরা ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটি করেছিলাম। তাই আবারও তেমনটি না হওয়অর কোন কারণ দেখছি না।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি বর্তমান যেকোন বোলারের চেয়ে ভালো বোলিং বুঝে হাসান। আমাদের বোলিং বিভাগকে সে নেতৃত্ব দিবে। বড় মঞ্চে দক্ষতা দেখানোর সামর্থ্য তার আছে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ‌‘যুক্ত’ হচ্ছেন শোয়েব মালিক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ‌‘যুক্ত’ হচ্ছেন শোয়েব মালিক

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ