বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ পিএম, ১৬ নভেম্বর ২০২১
বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। ফলে অজিদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পুরো টুর্নামেন্টের জন্য ৫৬ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চ্যাম্পিয়ন হয়ে বেশিরভাগ টাকাই পকেটে ভড়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে আসরে রানার্স-আপ হয়েছে নিউজিল্যান্ড। পুরো টুর্নামেন্টে ম্যাচ জয়ের বোনাসসহ কিউইরা পেয়েছে মোট ৯ লাখ ৬০ হাজার ডলার বা সোয়া ৮ কোটি টাকা।

সেমিফাইনালে ছিটকে যাওয়া বাবর আজমের পাকিস্তান ও ইয়ান মরগানের ইংল্যান্ড পেয়েছে ৩ কোটি টাকা করে।

সুপার টুয়েলভ থেকে ছিটকে পড়া দলগুলোর মধ্যে শ্রীলংকা আড়াই কোটি টাকা, দক্ষিণ আফ্রিকা প্রায় দুই কোটি, ভারত-নামিবিয়া-স্কটল্যান্ড দেড় কোটি টাকার বেশি, বাংলাদেশ-আফগানিস্তান ১ কোটি ২৮ লাখ টাকা করে পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৯৪ লাখ টাকার সামান্য বেশি।

বছাই পর্ব থেকে বিদায় নেয়া স্বাগতিক ওমান ও আয়ারল্যান্ড ৬৯ লাখ করে এবং পাপুয়া নিউ গিনি-নেদারল্যান্ডস পেয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এখন সবাই মার্শের গুরুত্ব বুঝবে : ওয়াটসন

এখন সবাই মার্শের গুরুত্ব বুঝবে : ওয়াটসন

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ

ওয়ার্নার বিশ্বকাপ সেরা হবেন, আগেই জানতেন ফিঞ্চ

ওয়ার্নার বিশ্বকাপ সেরা হবেন, আগেই জানতেন ফিঞ্চ

বিশ্বকাপ সেরা ডেভিড ওয়ার্নার

বিশ্বকাপ সেরা ডেভিড ওয়ার্নার