টি-টেন লিগে জুনায়েদ সিদ্দিকী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১০ অক্টোবর ২০২১
টি-টেন লিগে জুনায়েদ সিদ্দিকী

আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের ওপেনার জুনায়েদ সিদ্দিকী। পঞ্চম আসরে মারাঠা অ্যারিবিয়ান্সের হয়ে খেলবেন তিনি। আসরের বর্তমান চ্যাম্পিয়ন তারা। জুনায়েদ সিদ্দিকীকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মারাঠা অ্যারাবিয়ান্স কর্তৃপক্ষ।

মারাঠা অ্যারাবিয়ান্স বিবৃতিতে জানায়, ‘বাঁহাতি ব্যাটার জুনায়েদ সিদ্দিকী চলতি বছরে পঞ্চম আসরে মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবেন’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন এ বাঁহাতি ব্যাটার। বাংলাদেশের জার্সিতে ১৯ টেস্ট,৫৪ ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঘরোয়া ক্রিকেটের অন্যান্য আসরে নিয়মিতই খেলছেন তিনি।

২০০৭ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন জুনায়েদ সিদ্দিকী। অনেক আশা জাগিয়ে জাতীয় দলে আসলেও সামর্থ্যের সবটুকু দেওয়ার আগেই দল থেকে বাদ পড়েন তিনি। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নামেন তিনি। এরপর থেকে জাতীয় দলের আশেপাশেও দেখা যায়নি তাকে।

টি-টেন লিগে এবারের আসরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন জুনায়েদ। এ মৌসুমে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামবেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

বিশ্বব্যাপী টি-টেন ক্রিকেটকে জনপ্রিয় করে তুলেছে আবুধাবি টি-টেন লিগ। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই মাঠে গড়াবে এবারের আসর।

চলতি বছরের ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে এবারের আসর। মূলত আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই বিশ্বকাপের পরপরই আয়োজন করা হচ্ছে এবারের মৌসুম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে প্লে-অফের চার দল ও ম্যাচ সূচি

আইপিএলে প্লে-অফের চার দল ও ম্যাচ সূচি

টি-টেন লিগে বাংলা টাইগার্সের ডেরায় আমির

টি-টেন লিগে বাংলা টাইগার্সের ডেরায় আমির

শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার

শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার

বিশ্বকাপে মনোবিজ্ঞানী রাখবে আইসিসি

বিশ্বকাপে মনোবিজ্ঞানী রাখবে আইসিসি