চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৬ এএম, ১০ অক্টোবর ২০২১
চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল সাইফউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বে খেলার আগে স্বাগতিক ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ একাদশ। ওই ম্যাচে ব্যাট হাতে ভালো করলেও বল হাতে হতাশ করেছেন নাসুম-মেহেদীরা। তবে ওই ম্যাচের অধিনায়ক লিটন দাস দায়িত্ব দেওয়া সাত বোলারদের মাঝে সফল ছিলেন শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

ম্যাচে চার ওভার বল করে শরিফুল ৩০ রানে ৩ উইকেট এবং সাইফউদ্দিন মাত্র ১৭ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। বাকি বোলাররা ব্যর্থ হলেও বল হাতে নিজের সফলতার তথ্য জানালেন সাইফউদ্দিন।

রাতে ওমান ক্রিকেট একাডেমিতে হালকা শিশির পড়েছিল, যা ২০১৯ সালে চট্টগ্রামে বিপিএল খেলার সময় এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হয়েছিল সাইফউদ্দিনের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই সফল হয়েছেন তিনি।

শনিবার (৯ অক্টোবর) বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সাইফউদ্দিন বলেন, ‌‘প্রথমবারের মতো ওমান এসেছি। কন্ডিশনটা কিছুটা অচেনা ছিল। তারপরও তিন-চারদিন অনুশীলন করে কিছুটা মানিয়ে নিতে পেরেছি। আমরা দিনে প্র্যাকটিস করেছি, রাতে প্র্যাকটিস করার সুযোগ ছিল না। তারপর দ্বিতীয় ইনিংসে ৫-৬ ওভার পর মাঠ অনেক ভেজা ছিল, কিছুটা শিশির ছিল। যেটা আমরা চট্টগ্রামের বিপিএল খেলার সময় পেতাম।’

তিনি বলেন, ‘এমনটা আশা করিনি, তবে আমরা মানিয়ে নিয়েছি। যেহেতু চট্টগ্রামে এমন পরিস্থিতে বল করেছি। সেই অভিজ্ঞতা আসলে লাস্ট দুই ওভারে কাজে লাগিয়েছি।’

বিশ্বকাপে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আমি যদি প্রথমে পাওয়ার প্লেতে বোলিং করি, চেষ্টা থাকবে রান আটকানোর। স্লোগে যদি আসি, ৯ রানের কমে ওভার শেষ করার। তো, এটা আসলে বাড়তি কোন দায়িত্ব বা চাপ না, অধিনায়ক যখনই যাকে সুযোগ দেবেন, বল হাতে তার দায়িত্ব পালন করাটাই সবার লক্ষ্য থাকবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী

ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী

মুশফিক-সৌম্যর ব্যর্থতা ছাপিয়ে দারুণ প্রস্তুতি সারলো টাইগাররা

মুশফিক-সৌম্যর ব্যর্থতা ছাপিয়ে দারুণ প্রস্তুতি সারলো টাইগাররা

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট সৌম্য সরকার

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট সৌম্য সরকার

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ