২৯ বছর বয়সেই চলে গেলেন রঞ্জিজয়ী ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৭ অক্টোবর ২০২১
২৯ বছর বয়সেই চলে গেলেন রঞ্জিজয়ী ক্রিকেটার

মাত্র ২৯ বছর বয়সেই জীবনের মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছেন ভারতীয় ক্রিকেটার অভি ব্যারট। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি শিরোপা জেতা এ ক্রিকেটার।

শনিবার (১৬ অক্টোবর) সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, আহমেদাবাদে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভি ব্যারট। তাদের মতে, অসাধারণ ক্রিকেটার ছিলেন অভি।

মূলত ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অভি। এছাড়াও মাঝে মাঝে উইকেটের পিছনেও দায়িত্ব পালন করতেন করতেন। এছাড়াও বল হাতে অফ স্পিনেও দক্ষ ছিলেন তিনি।

রঞ্জি দল সৌরাষ্ট্রের হয়ে খেলা শুরুর আগে গুজরাট এবং হরিয়ানার হয়েও খেলেছিলেন অভি ব্যারট। ঘরোয়া ক্রিকেটে তার যাত্রা শুরু হয়েছিল গুজরাটের হয়ে।

৩৮ প্রথম শ্রেণির ম্যাচের ৪৮.৪৯ গড়ে করেছিলেন ১৫৪৭ রান। সমান সংখ্যক লিস্ট ‘এ’ ম্যাচে ২৮.৬১ গড়ে করেছেন ১০৩০ রান। টি-টোয়েন্টিতে তার রান ৭১৭।

সর্বশেষ কয়েক মৌসুমে সৌরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্রিকেটারে পরিণত হয়েছিলেন অভি ব্যারট। ২০১৫-১৬ এবং ২০১৮-১৯ মৌসুমে সৌরাষ্ট্রকে রঞ্জি ট্রফির ফাইনালে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে দুইবারই ফাইনালে উঠে তাদের স্বপ্নভঙ্গ হয়।

তবে শেষ পর্যন্ত ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো রঞ্জি শিরোপা ঘরে তোলে সৌরাষ্ট্র। সেবার ৩৪.৩৩ গড়ে ৩০৯ রান করেন অভি ব্যারট।

বয়সভিত্তিক ক্রিকেটে ভারতকে নেতৃত্বও দিয়েছিলেন অভি ব্যারট। ২০১১ সালে ভারত অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। একই বছর ভারতের সেরা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারের পুরষ্কার জেতেন অভি।

২০২০-২১ মৌসুমে সৌরাষ্ট্রর হয়ে ওয়ানডে ম্যাচের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি ও টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফি, দুটিতেই খেলেন ব্যারট। গত জানুয়ারিতে গোয়ার বিপক্ষে খেলেন মাত্র ৫৩ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস। গত মার্চে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার-ফাইনালে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকল তার শেষ ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়

২০২৩ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়

ব্যর্থ সাকিব, চেন্নাইয়ের শিরোপা জয়

ব্যর্থ সাকিব, চেন্নাইয়ের শিরোপা জয়

পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর

পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর

জাতীয় লিগের সবাই করোনা নেগেটিভ

জাতীয় লিগের সবাই করোনা নেগেটিভ