নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল, তাসকিন চাইলেন দোয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২১
নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল, তাসকিন চাইলেন দোয়া

দীর্ঘ বিমান যাত্রা শেষে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে মমিনুল হকের বাংলাদেশ টেস্ট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের শেষদিন, মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমান ধরেছিল বাংলাদেশ দল। দুবাই হয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) স্থায়ী সময় সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেছে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। একই ভিডিও বার্তায় দেশের সকলের কাছে বাংলাদেশ দলের জন্য দোয়া চেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

তিনি বলেন, ‌‘আল্লাহ রহমতে আমরা ঢাকা থেকে নিউজিল্যান্ডের এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। সবাই সুস্থ মতো, ভালো মতো পৌঁছেছি, আল্লাহ রহমতে।’

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে শুরু থেকেই কঠোর অবস্থানে নিউজিল্যান্ড। বিদেশ থেকে কেউ দেশে প্রবেশ করলে তাকে বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন পালন করতে হয়। গতবারের ন্যায় এবারও বাংলাদেশ ক্রিকেট দলকে বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন পালন করতে হবে।

তাসকিন বলেন, ‘ আমাদের এখন কোয়ারেন্টাইন পিরিয়ড শুরু হবে। সাতদিন রুম কোয়ারেইন্টাইন পালন করতে হবে। যদিও জিনিসটা কঠিন হবে। তবে দেশের জন্য আমরা সব কিছুই করতে প্রস্তুত।’

বিশ্বকাপ থেকে ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের রেকর্ড খুব ভালো নয়। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে যেকোন দলের জন্যই হুমকি বাংলাদেশ।

বাংলাদেশ দলের জন্য দোয়া চেয়ে তাসকিন বলেন, ‌‘আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে। সবাই দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকি এবং নিজেদের সেরাটা দিয়ে ভালো রেজাল্ট করতে পারি।’

সংযুক্ত আরব আমিরাতে ব্যর্থ একটি বিশ্বকাপ শেষে ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে লজ্জা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। লজ্জাজনক পর্ব শেষে এবার নিউজিল্যান্ড সফরে মমিনুল হকের বাংলাদেশ টেস্ট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন

‘টি-টোয়েন্টিতে আমরা এখনও পায়ের নিচে মাটি খুঁজে পাইনি’

‘টি-টোয়েন্টিতে আমরা এখনও পায়ের নিচে মাটি খুঁজে পাইনি’

অন্যের ব্যর্থতায় নয়, নিজ যোগ্যতায় ফিরতে চাই : বিজয়

অন্যের ব্যর্থতায় নয়, নিজ যোগ্যতায় ফিরতে চাই : বিজয়

বাংলাদেশকে লজ্জা দিয়ে দেশে ফিরলো পাকিস্তান

বাংলাদেশকে লজ্জা দিয়ে দেশে ফিরলো পাকিস্তান