প্রথম শতকেই তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২১
প্রথম শতকেই তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) করা সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করলেও বিসিবি সাউথ জোনের ব্যাটার তৌহিদ হৃদয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ২১৭ রানে থামেন এ টাইগার ব্যাটার।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের শেষ দিন বুধবার (২২ ডিসেম্বর) বিসিবি নর্থ জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান তৌহিদ হৃদয়। এর আগে ১৫৯ রানে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন তিনি। চলতি বিসিএলে এটিই প্রথম ডাবল সেঞ্চুরি।

ডাবল সেঞ্চুরির পর ২১৭ রানে সাজঘরে ফিরেন তৌহিদ হৃদয়। ৬৬৮ মিনিট উইকেটে থেকে ৩৮৭ বলে ২১৭ রানের এ ইনিংসে ১৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি।

চলতি ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাউথের অমিত হাসান। ৩৭৩ বলে ১৩১ রান করে সাজঘরে ফিরেন তিনি। তৌহিদের ডাবল আর অমিতের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে বিসিবি সাউথ জোন।

ফাস্ট ক্লাস ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করা এ টাইগার ব্যাটারের লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি সেঞ্চুরি (১২২*) ও ৮টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এছাড়া জাতীয় দলের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলা তৌহিদ হৃদয়ের ৩টি অর্ধশতের ইনিংস রয়েছে। যার মধ্যে অপরাজিত ৬৬ রানের একটি ইনিংস খেলেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভালো-খারাপ হতেই পারে, দল ঘুরে দাঁড়াবে : তৌহিদ হৃদয়

ভালো-খারাপ হতেই পারে, দল ঘুরে দাঁড়াবে : তৌহিদ হৃদয়

হৃদয়ের বিশ্ব রেকর্ড, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

হৃদয়ের বিশ্ব রেকর্ড, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

পিএসএলে লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি

পিএসএলে লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি