টেইলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গম্ভীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
টেইলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গম্ভীর

একদিন আগেই ফিক্সিং কান্ডে মুখ খুলেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। জানিয়েছিলেন ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে ফিক্সিং করেননি। স্বীকারোক্তিমূলক এ বক্তব্যের পর টেইলরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীর।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। এক ভারতীয় ব্যবসায়ীর সাথে স্পনসর বিষয়ক আলোচনায় গিয়ে তার ফাঁদে পড়েন ব্রেন্ডন টেইলর। সেই ফাঁদ থেকে বাঁচার জন্য তার কাছ থেকে নিয়েছিলে অর্থও। তবে পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় চার মাস এ ঘটনা আইসিসিকে জানান তিনি। এ কারণেই আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন তিনি।

আইসিসির নিষেধাজ্ঞার ঘোষণার আগেই নিজের অফিসিয়াল টুইটার পেজে সব ঘটনা জানিয়ে দেন টেইলর। এ ঘটনার পর তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।

এ বিষয়ে তিনি বলেন, ‘ব্রেন্ডন টেলরের দুর্নীতি সংক্রান্ত তথ্য গোপন করার বিষয়টি আমি দেখেছি। তবে যেকোনো অন্যায়ের ক্ষেত্রে আমি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।’

তিনি জানান, টেইলরের বিষয়টি বেশ হতাশা এবং রাগ নিয়ে বক্তব্যটি পড়ছিলেন বলে জানান। বলেন, ‘টেলরের বক্তব্যটি আমি পড়েছি চরম হতাশা ও রাগ নিয়ে। একবার পড়েই আমার রাগ লাগেনি। আমি যখন তৃতীয়বার পড়লাম তখন আমার খুব রাগ হচ্ছিল। আমাকে ভুল বুঝবেন না আমি টেলরকে সমর্থন দিচ্ছি না।’

টেইলরের প্রতি ক্ষোভ তৈরি হলেও তাকে কম শাস্তি দেওয়ার পক্ষে ভারতের সাবেক এই ওপেনার। কারণ হিসেবে উল্লেখ করেন টেইলরকে ভয় পেতে বাধ্য করা হয়েছিল। বলেন, ‘আমি শুধু সেই পরিস্থিতি নিয়ে চিন্তিত যা তাকে বাধ্য করেছিল (আইসিসিকে জানাতে) দেরি করতে। একজন চার সন্তানের বাবাকে তার পরিবারকে নিয়ে ভয় পেতে বাধ্য করা হয়েছিল। সে (টেলর) একজন ক্রীড়াবিদ, কঠোর কোনো আসামী নয় যে ব্ল্যাকমেইলিংয়ের পরে তার সাথের লোকজনকে পাশে পাবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :