১৩ হাজারি ‘ক্লাবে’ মুশফিকুর রহিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
১৩ হাজারি ‘ক্লাবে’ মুশফিকুর রহিম

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রান ক্লাবের সদস্য হলেন মুশফিক। এর আগে বাংলাদেশের একমাত্র সদস্য হিসেবে এ ক্লাবে ছিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এ ইনিংসের সুবাদে তিন ফরম্যাট মিলিয়ে ৪০৬ ম্যাচে মুশির রান গিয়ে পৌঁছায় ১৩ হাজারে (১৩,০০৮)।

ব্যাট হাতে ৭৮ টেস্টে ৪ হাজার ৮৭৩, ২২৯টি ওয়ানডে ম্যাচে ৬ হাজার ৬৭০ এবং ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১ হাজার ৪৬৫ রান করেছেন মুশফিকুর রহিম। এর ফলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৩ হাজার রানের মাইলফলকে প্রবেশ করেন এ অভিজ্ঞ টাইগার ব্যাটার।

বাংলাদেশের পক্ষে এ তালিকায় সবার উপরে রয়েছেন ওপেনার তামিম ইকবাল। তিন ফরম্যাটের ৩৫৯ ম্যাচে মোট ১৪ হাজার ১৭৫ রান আছে তিনি। ৩৭০ ম্যাচে ১২ হাজার ৫৫৩ রান করে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।

তিন ফরম্যাট মিলিয়ে তামিম-মুশফিক ও সাকিবই ১০ হাজারের বেশি রান করেছেন। তাদের পর এ তালিকায় ১০ হাজার স্পর্শ করার সম্ভাবনায় রয়েছেন টি-টোয়েন্টি অথিধনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। ব্যাট হাতে এখন পর্যন্ত ৩৬৫ ম্যাচে ৯ হাজার ৩৬৮ রান করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

লিটন-মুশফিকের ব্যাটে জহুর আহমেদে ‘রানের রেকর্ড’

লিটন-মুশফিকের ব্যাটে জহুর আহমেদে ‘রানের রেকর্ড’

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

তৃতীয় উইকেটে লিটন-মুশফিকের রেকর্ড জুটি

তৃতীয় উইকেটে লিটন-মুশফিকের রেকর্ড জুটি