লিটন-মুশফিকের ব্যাটে জহুর আহমেদে ‘রানের রেকর্ড’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
লিটন-মুশফিকের ব্যাটে জহুর আহমেদে ‘রানের রেকর্ড’

সফররত আফগানিস্তানের বিপক্ষে বন্দর নগরী চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে রান সংগ্রহে রেকর্ড গড়লো বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে লিটন দাস ও মুশফিকুর রহিমের রেকর্ড জুটিতে ৩০৬ রানের স্কোর গড়েছে বাংলাদেশ। যা জহুর আহমেদে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৯৭ রানের। ২০২১ সালের জানুয়ারিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের স্কোর গড়েছিল বাংলাদেশ। তবে জহুর আহমেদে সর্বোচ্চ রানের স্কোর শ্রীলঙ্কার দখলে। ২০০৬ রানের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ৩০৯ রানের স্কোর গড়েছিল সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দল।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে তামিম ইকবারের সাথে ওপেনিং করতে নামেন লিটন কুমার দাস। দলীয় ৩৮ রানে তামিম ফিরে গেলেও ব্যাট হাতে দুর্দান্ত খেলেন লিটন। নিজের মোকাবেলা করা ৬৫তম বলে হাফ-সেঞ্চুরি পূরণ করার পর তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক।

ইনিংসের ৪৬ দশমিক ২ ওভারে সাজঘরে ফেরার আগে ১৩৬ রান করেন লিটন দাস। যা জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে যেকোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ১২৬ বলের লিটনের এ ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কায় হাঁকান।
sportsmail24

সেঞ্চুরি হাঁকানো লিটন দাসের সাথে মুশফিকুর রহিমও একই পথে ছিলেন। তবে লিটনকে ফেরানোর পরের বলেই মুশফিককেও সাজঘরে ফেনার ফরিদ আহমেদ। ফলে পর পর দুই উইকেট হারায় বাংলাদেশ। ৯৩ বলে ৯ট চারের মারে ৮৬ রান করেন মুশফিক।

দলীয় ২৮৫ রানে লিটন-মুশফিক ফিরে গেলে উইকেটে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব। তারা দুজনে মিলে শেষ ২১ বলে দলীয় সংগ্রহে ২০ রান যোগ করেন। মাহমুদউল্লাহ ৯ বরে ৬ এবং আফিফ ১২ বরে ১৩ রানে অপরাজিত ছিলেন। এর আগে তামিম ইকবাল ১২ এবং সাকিব আল হাসান ২০ রান করেছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয় উইকেটে লিটন-মুশফিকের রেকর্ড জুটি

তৃতীয় উইকেটে লিটন-মুশফিকের রেকর্ড জুটি

অর্ধশত ম্যাচের আগেই লিটনের পঞ্চম শতক

অর্ধশত ম্যাচের আগেই লিটনের পঞ্চম শতক

গণমাধ্যম ও মানুষের কথা মেজাজ হারানোর মতো, তবে আমি হারাই না: ডোমিঙ্গো

গণমাধ্যম ও মানুষের কথা মেজাজ হারানোর মতো, তবে আমি হারাই না: ডোমিঙ্গো

সপ্তম উইকেট জুটিতে আফিফ-মিরাজের বিশ্ব রেকর্ড

সপ্তম উইকেট জুটিতে আফিফ-মিরাজের বিশ্ব রেকর্ড