রুটের পদত্যাগ চান ইংল্যান্ডের সাবেক অধিনায়করা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৮ মার্চ ২০২২
রুটের পদত্যাগ চান ইংল্যান্ডের সাবেক অধিনায়করা

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ হারের পর জো রুটের পদত্যাগ নিয়ে শোরগোল উঠেছিল চারদিকে। সে যাত্রায় বেঁচে যান ইংলিশ অধিনায়ক। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভরাডুবির পর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে রুটের পদত্যাগের দাবি। রুটের পদত্যাগের দাবিতে এক হয়েছেন সাবেক ইংলিশ অধিনায়করা।

রিচার্ডস-বোথাম ট্রফিতে তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারের পর রুটকে আর দায়িত্বে দেখতে ইচ্ছুক নন মাইকেল আথারটন, নাসের হুসেন ও মাইকেল ভনরা। তারা রুটকে পদ থেকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর এটা রুটের ক্যারিয়ারে ৬৪ ম্যাচের মধ্যে ২৬তম পরাজয়। টেস্টে হারের দিক দিয়ে রুটের সামনে আছেন কেবল দু’জন অধিনায়ক। একজন নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং (২৭)। অন্যজন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২৯)।

২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ডের পরাজয়ের পর থেকে ক্রমাগত রুটকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে সাবেক অধিনায়ক আথারটন একটি কলামে লিখেছিলেন, ‘রুট অধিনায়কত্ব করতে অক্ষম। এটা তাকে অবশ্যই গভীরভাবে জানতে হবে। সে পাঁচটি সিরিজে জয়হীন থেকেছে।’

সাবেক ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘রুট অধিনায়ক হিসাবে শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। সবার এমন একটা সময় আসে যখন একজন অধিনায়কের আর কিছু বলার থাকে না। খেলোয়াড়দের অনুপ্রাণিত করার নতুন কোনো পদ্ধতি বের করতে পারে না। প্রয়োজন হয় নতুন কারো।’

আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইন লিখেছেন, ‘রুট একজন বিশ্বমানের ব্যাটসম্যান এবং খুব পছন্দের একজন ছেলে। তবে আমি মনে করি অধিনায়ক হিসেবে খেলার জন্য তার এমন সহজাত অনুভূতি কখনও ছিল না। ওয়েস্ট ইন্ডিজে রুটের অধীনে দল চেষ্টা করেছিল। কিন্তু টেস্ট জিততে এর চেয়েও বেশি কিছু দরকার।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে নতুন অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নিবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই জায়গায় বেন স্টোকসকে অধিনায়কত্বের জন্য প্রস্তাবের কথা বলছেন নাসের হুসেইন।

তিনি বলেন, ‘জো যদি নিজে পদত্যাগ করার সিদ্ধান্ত না নেন তবে সিদ্ধান্তটি তার হাত থেকে কেড়ে নেওয়া উচিৎ। নতুন কোচের বেন স্টোকসের সাথে বসে তাকে জিজ্ঞাসা করা উচিত যে তিনি মানসিকভাবে প্রস্তুত কিনা। কোচ যদি তার কথা শুনে পছন্দ করেন তবে স্টোকসের অধিনায়কত্ব পাওয়া উচিত।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :