ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আশরাফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০২২
ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আশরাফুল

ফাইল ফটো

২০১৩ সালের সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল। এরপর ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠেও ফিরেছেন। মাঠে ফেরার প্রায় তিন বছর পর খেললেন নজর কাড়া কোনো ইনিংস। অপরাজিত ১৪১ রানের এই ইনিংসই লিস্ট ‘এ’ ক্যারিয়ারে আশরাফুলের সেরা ইনিংস। 

সোমবার (৫ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) রুপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে ব্রাদার্স। ওপেনিংয়ে নেমে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন আশরাফুল।

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর নিজের সেই পুরোনো রুপে ফিরতে পারেননি আশরাফুল। পুরাতন ঝলক দেখাতে না পারলেও মাঝে মধ্যেই পারফর্ম করে খবরের শিরোনাম হয়েছিলেন। এবার আবারও ব্যাট হাতে নিজের ঝলক দেখালেন তিনি।

রুপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১৪১ রানে অপরাজিত ছিলেন আশরাফুল। ১৩৯ বলের এই ইনিংসে ১৬ চার এবং একটি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। আর মাঠে ছিলেন প্রায় ২১২ মিনিট।

এবারের লিগে বল হাতে নিজের ক্যারিয়ারে সেরা বোলিংও করেছিলেন আশরাফুল। মোহামেডানের বিপক্ষে ২৩ রানে ৫ উইকেট নেন তিনি। এটাই তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

ব্যাট হাতে সেঞ্চুরি করার দিনে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ছয় হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২৭৫তম ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি।

টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম বয়সী এই সেঞ্চুরিয়ান সর্বশেষ আট বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে এবং ২৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এ সময় তার ব্যাট থেকে এসেছে ৬ হাজার ৬৫৫ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট আমার খুব পছন্দ, সারাদিন মাঠে থাকতে ভালো লাগে: বিজয়

টেস্ট আমার খুব পছন্দ, সারাদিন মাঠে থাকতে ভালো লাগে: বিজয়

টানা দুই সেঞ্চুরিতে উজ্জ্বল নাঈমের ব্যাট

টানা দুই সেঞ্চুরিতে উজ্জ্বল নাঈমের ব্যাট

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং