টেস্ট ব্যাটারদের শীর্ষে উঠলেন জো রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৫ জুন ২০২২
টেস্ট ব্যাটারদের শীর্ষে উঠলেন জো রুট

ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন জো রুট। নিউজিল্যান্ডের টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে এই ইংলিশ ব্যাটার টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন। অস্ট্রেলিয়ান মার্নাস ল্যাবুশেনকে সরিয়ে এই উপরে উঠেন তিনি।

দল হিসেবে ইংল্যান্ড খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও ব্যাট হাতে ঠিকই নিজের ফর্ম ধরে রেখেছিলেন জো রুট। তবুও অধিনায়কত্ব নিজের কাঁধে রাখতে পারেননি তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস।

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার মাইলফলক স্পর্শ করেছিলেন। ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দিনেও করেছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টে টেন্ট্র ব্রিজেও সেঞ্চুরি করেন এই ইংলিশ ব্যাটার।

ব্যাট হাতে দারুণ খেলতে থাকা রুট ৮৯৭ রেটিং পয়েন্ট অর্জন করেন। এতেই মার্নাস ল্যাবুশেনকে পিছনে শীর্ষে উঠে আসেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ল্যাবুশেনের পয়েন্ট ৩৯২।

পাকিস্তান সিরিজের পর আর টেস্ট না খেলায় অজি ক্রিকেটারদের রেটিংয়ে আসেনি কোনো পরিবর্তন। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে আছেন স্টিভেন স্মিথ। চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে বাবর আজম ও কেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ১৯০ রানের দারুণ এক ইনিংস খেলেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। তার ব্যাটে ভর করে ট্রেন্ট ব্রিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে নিউজিল্যান্ড। র‍্যাঙ্কিংয়ে ৩৩ ধাপ এগিয়ে ১৭-তে উঠে এসেছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ট্রেন্ট বোল্টের অবস্থান এখন ৯ নম্বরে। কিউই বোলিং লাইন আপের অন্য দুই ভরসা কাইল জেমিসন ও টিম সাউদি অবস্থান করছেন যথাক্রমে ৬ ও ১৩ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফর্ম করা বাবর আজম ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন। দুই নম্বরে আছেন তারই জাতীয় দল সতীর্থ ইমাম উল হক।

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ওমানের অলরাউন্ডার জিসান মাকসুদ। ১৩ ধাপ এগিয়ে এই ওমানী ক্রিকেটারের অবস্থান ১০ নম্বরে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে টেস্ট প্রত্যাবর্তনে আগ্রহী মঈন

পাকিস্তান সফরে টেস্ট প্রত্যাবর্তনে আগ্রহী মঈন

ট্রেন্ট ব্রিজ জয়ের পুনরাবৃত্তি শুধু ইংল্যান্ডই ঘটাতে পারবে: স্টোকস

ট্রেন্ট ব্রিজ জয়ের পুনরাবৃত্তি শুধু ইংল্যান্ডই ঘটাতে পারবে: স্টোকস

ইনজুরিতে ইংল্যান্ডে তৃতীয় টেস্টের নেই জেমিসন 

ইনজুরিতে ইংল্যান্ডে তৃতীয় টেস্টের নেই জেমিসন 

ইংল্যান্ডকে হারিয়ে ৯৪ বছরের স্মৃতি ফিরালো হাঙ্গেরি

ইংল্যান্ডকে হারিয়ে ৯৪ বছরের স্মৃতি ফিরালো হাঙ্গেরি