গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙলো শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙলো শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ম্যাচ আয়োজনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে। চলমান এশিয়া কাপে শনিবার (৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা ও আফগানিস্তানে মধ্যকার ম্যাচ দিয়ে এ রেকর্ড ভাঙে স্টেডিয়ামটি। সবচেয়ে বেশি ম্যাচ আয়োজনে নাম লিখিয়েছে গিনেস বুক ওয়ার্ড রেকর্ডে।

শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে দিয়ে স্টেডিয়ামটি ২৮১টি ম্যাচ আয়োজন সম্পন্ন করে, যা এখন বিশ্বের কোন স্টেডিয়ামে সর্বোচ্চ ম্যাচ আয়োজনের দিকে শীর্ষে।

চলমান এশিয়া কাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকাম ম্যাচটি ছিল ২৮তম টি-টোয়েন্টি ম্যাচ। যা সিডনি ক্রিকেট গ্রাউন্ডকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে এক নম্বর ভেন্যুতে হিসেবে পরিণত হয় শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।

আবুধাবির এ ক্রিকেট ভেন্যুতে ২৪৪টি ওডিআই, ৯টি টেস্ট এবং ২৮টি টি-টোয়েন্টি আয়োজন করেছে, যার মোট সংখ্যা ২৮১টি।

অস্ট্রেলিয়ার সিডনিতে এখন পর্যন্ত ২৮০টি এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৭৮টি করে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবমিলিয়ে দুই শতাধিক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে বিশ্বের পাঁচটি ভেন্যু।
sportsmail24
আবুধাবীর শারজাহ, সিডনি ও মেলবোর্ন ছাড়াও অন্য দুইটি ভেন্যু হলো- জিম্বাবুয়ের হারারে (২৩৭) ও ইংল্যান্ডের লর্ডস (২২১)। এ তালিকায় ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

ম্যাচ আয়োজনে রেকর্ড ভাঙার পর স্টেডিয়ামটির স্বত্বাধিকারী আবদুল রহমান বুখাতির বলেছেন, “এটি একটি অত্যন্ত সন্তোষজনক অনুভূতি এবং এই ৪০ বছর ধরে যারা খেলা উপভোগ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।”

১৯৮২ সালে সংযুক্ত আরব আমিরাতে নির্মাণ করা হয় শারজাহ স্টেডিয়াম। জনপ্রিয় এ স্টেডিয়ামটিতে ১৬ হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারেন। নির্মাণের দুই বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে দিয়ে উদ্বোধন হয়েছিল এ ক্রিকেট ভেন্যুর।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার

দুবাইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল কিনছে ম্যানইউ

দুবাইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল কিনছে ম্যানইউ

মুশফিক এশিয়া কাপের মধ্যেই বিদায় বললে খারাপ হতো না: রাজ্জাক

মুশফিক এশিয়া কাপের মধ্যেই বিদায় বললে খারাপ হতো না: রাজ্জাক

স্পিনারের ‘নো বল’ একটা বড় অপরাধ: সাকিব

স্পিনারের ‘নো বল’ একটা বড় অপরাধ: সাকিব