দুবাইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল কিনছে ম্যানইউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৮ মার্চ ২০২২
দুবাইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল কিনছে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। ফুটবলের পর এবার ক্রিকেটেও নাম লেখাতে যাচ্ছে দলটি। দুবাইয়ে অনুষ্ঠিতব্য ইউএই টি-টোয়েন্টি ক্রিকেট লিগে দল কেনার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

২০২১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল বাড়ানোর সিদ্ধান্ত নেয় দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সে সময় আইপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু নিলামের বেড়াজালে পড়ে আর ফ্রাঞ্চাইজি কিনতে পারেনি তারা। আইপিএলে না পারলেও দুবাইয়ের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে দল কিনবে ইউনাইটেড।

শুক্রবার (১৮ মার্চ) দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান শেখ মনসুর বিন মোহাম্মদ এক টুইট বার্তায় ম্যানচেস্টার ইউনাইটেডের দল কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডের কো-চেয়ারম্যান আভ্রাম গ্লেজারের সাথে দেখা করেছি। সেখানে দুবাইকে আন্তর্জাতিক ক্রীড়ার হাব তৈরির বিষয়ে কথা হয়েছে। এছাড়াও ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিকেট দলসহ ছয়টি দল নিয়ে ইউএই টি-টোয়েন্টি লিগ আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

২০০৩ সালে গ্লেজার পরিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনে নেয়। ইংলিশ প্রিমিয়ার লিগে দলটি ছাড়াও আমেরিকান ফুটবল লিগেও তাদের দল রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ক্রিকেটেও নাম লেখাচ্ছে দলটি।

২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে ইউএই টি-টোয়েন্টি লিগ। নতুন এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করবে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পগবা খেলছিলেন অ্যাথলেটিকোর বিপক্ষে, বাড়িতে চলছিল ডাকাতি

পগবা খেলছিলেন অ্যাথলেটিকোর বিপক্ষে, বাড়িতে চলছিল ডাকাতি

পেশাদার ফুটবলে ‘সর্বোচ্চ’ গোলের মালিক রোনালদো

পেশাদার ফুটবলে ‘সর্বোচ্চ’ গোলের মালিক রোনালদো

হ্যাটট্রিকে ইতিহাস গড়ে ম্যানইউকে জেতালেন রোনালদো

হ্যাটট্রিকে ইতিহাস গড়ে ম্যানইউকে জেতালেন রোনালদো

রোনালদোকে স্বার্থপর বললেন পল ইনস

রোনালদোকে স্বার্থপর বললেন পল ইনস