রঙিন পোশাকে ফিরলেন বেন স্টোকস, লক্ষ্য বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৬ আগস্ট ২০২৩
রঙিন পোশাকে ফিরলেন বেন স্টোকস, লক্ষ্য বিশ্বকাপ

বিশ্বকাপ জয়ী দলের সেরা ক্রিকেটার বেন স্টোকসকে অবসর ভেঙে আবারও দলে ফেরালো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসকে ফিরিয়ে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল দিয়েছে ইসিবি। এর মধ্য দিয়ে অক্টোবরে ভারত বিশ্বকাপকে লক্ষ্য রেখে রঙিন পোশাকে প্রত্যাবর্তন হলো ইংলিশ এ অলরাউন্ডারের।

বিশ্বকাপরে আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতিও ধরা হচ্ছে। এদিকে, বিশ্বকাপকে সামনে রেখে আসন্ন এ সিরিজে স্টোকস ফিরলেও দলে ডাক পাননি পেসার জোফরা আর্চার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা তারকা এ ক্রিকেটার বিবেচনায় আসেননি।

নিউজিল্যান্ড সিরিজের দলে ফেরার মাধ্যমে স্টোকসের বিশ্বকাপ খেলাটাও এখন প্রায় নিশ্চিত। তবে সেটি নিশ্চিত হবে ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক দল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল সেরা হয়েছিলেন স্টোকস। এরপর ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার দুই মাস পর গত বছরের জুলাইয়ে ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান স্টোকস। গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে ১০৫টি ওয়ানডে খেলেছেন স্টোকস। ৩৮.৯৮ গড়ে রান করেছেন ২ হাজার ৯২৪। ক্রিকেটের এ ফরম্যাটে তিন সেঞ্চুরি রয়েছে তার। এছাড়া বল হাতে ৭৪টি উইকেট শিকার করেছেন।

ইংল্যান্ড ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইল, মার্ক উড, ক্রিস ওকস।


বিষয়ঃ

শেয়ার করুন :