অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৮ আগস্ট ২০১৮
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করলো পাকিস্তান

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রাথমিক সূচি ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার এ সূচি ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী তিন মাসে স্বাগতিক হিসেবে এ দুই দলের বিপক্ষে সিরিজ দু'টি খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপ দিয়ে নিজেদের মৌসুম শুরু করবে পাকিস্তান। এরপর ৭-২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে বিতর্কিত বল টেম্পারিং কেলেঙ্কারীর পর এটাই হবে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ।

বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয় নয় মাসের জন্য।
অস্ট্রেলিয়া সিরিজের পর ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডকে তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও তিন টেস্টে আতিথেয়তা দেবে পাকিস্তান।

২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কান বাসে সন্ত্রাসী হামলার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ‘হোম’ সিরিজ আয়োজন করতে বাধ্য হচ্ছে পাকিস্তান। ২০১৫-১৮ সালের মধ্যে পাকিস্তান যদিও নিজ মাঠে গুটি কয়েক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে। তথাপি নিরাপত্তা শঙ্কায় সেখানে সফরে যেতে অস্বীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

১৯৯৮ সালের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল আর পাকিস্তান সফর করেনি। পক্ষান্তরে সর্বশেষ ২০০৩ সালে শেষ বার পাকিস্তান সফর করে নিউজিল্যান্ড।

সূচি:
অস্ট্রেলিয়া সিরিজ:
অক্টোবর ৭-১১: ১ম টেস্ট, দুবাই
অক্টোবর ১৬-২০: ২য় টেস্ট, আবু ধাবি
২৪ অক্টোবর: ১ম টি-টোয়েন্টি, আবু ধাবি
অক্টোবর ২৬: ২য় টি-টোয়েন্টি, দুবাই
অক্টোবর ২৮: ৩য় টি-টোয়েন্টি, দুবাই।

নিউজিল্যান্ড সিরিজ:
অক্টোবর ৩১: ১ম টি-টোয়েন্টি, আবু ধাবি
নভেম্ববর ২: ২য় টি-টোয়েন্টি, দুবাই
নভেম্বর ৪: ৩য় টি-টোয়েন্টি, দুবাই

নভেম্বর ৭: ১ম ওয়ানডে, আবু ধাবি
নভেম্বর ৯: ২য় ওয়ানডে, দুবাই
নভেম্বর ১১: ৩য় ওয়ানডে, দুবাই
নভেম্বর ১৬-২০: ১ম টেস্ট, আবু ধাবি
নভেম্বর ২৪-২৮: ২য় টেস্ট দুবাই
ডিসেম্বর ৩-৭: ৩য় টেস্ট আবু ধাবি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জামশেদ

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জামশেদ

আইসিসি বিশ্বকাপ ‘ট্রফি ট্যুর’ আসছে বাংলাদেশে

আইসিসি বিশ্বকাপ ‘ট্রফি ট্যুর’ আসছে বাংলাদেশে

বাংলাদেশের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন রকম : হাথুরু

বাংলাদেশের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন রকম : হাথুরু

এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা

এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা