প্রমাণ হলে কঠিন সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৬ পিএম, ৩১ আগস্ট ২০১৮
প্রমাণ হলে কঠিন সিদ্ধান্ত

এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে টাইগাদের অনুশীলন। এ মধ্যে শুরু হয়েছে আলোচনা সাম্প্রতিক নানা ইস্যু নিয়েও। রয়েছে কয়েকজন খেলোয়াড়ের শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কিছু কর্মকাণ্ডও।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ শহীদ এবং সদ্যযুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত উপর। বৃহস্পতিবার নাসির, সাব্বির আর মোসাদ্দেককে তলব করেছিল বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। তবে সেখানে কি হয়েছে তা এখনো যানা যায়নি।

জুনিয়র ক্রিকেটারদের এমন অনৈতিক কাজে কেন জড়িয়ে পড়ছে আর এর সমাধান কী? সাংবাদিকদের এমন প্রশ্ন রয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। তিনি বলেন, তিন-চার বছর খেলার পরও যারা সিনিয়রের দায়িত্ব নিতে পারে না তাদের নিয়ে কিছু বলার নাই।

পাপন বলেন, সবারই কিছু না কিছু ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। যে ব্যপারগুলোতে চাইলেও আমরা নাক গলাতে পারি না। ধরেন, কেউ যদি তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায় তখন আমরা কী করব? কেউ যদি একাধিক বিয়েও করে তখন আমাদের কী করার আছে। আমরা তো বলতে পারি না, ক্রিকেট যারা খেলে তাদের একাধিক বিয়ে করা যাবে না।

তবে তিনি বলেন, তারা দেশের আইডল। তাদের অনেক কিছুই মেন্টেন করে চলা লাগবে। আমরাও চেষ্টা করছি তাদের সঠিক পথটা দেখাতে। এখন তারা যদি সেটা না মেনে চলতে পারে তাহলে আমাদেরও কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। যে সমস্যাগুলো আমাদের কানে এসেছে সেগুলো যদি প্রমাণ হয় তাহলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

ক্রিকেটে নবীর অনন্য রেকর্ড

ক্রিকেটে নবীর অনন্য রেকর্ড

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করলো পাকিস্তান

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করলো পাকিস্তান

চ্যাম্পিয়ন হতে বিশ্বাস রাখতে বলেছেন মাশরাফি

চ্যাম্পিয়ন হতে বিশ্বাস রাখতে বলেছেন মাশরাফি