বিপিএলে দল কিনলো শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ পিএম, ১৭ আগস্ট ২০২৪
বিপিএলে দল কিনলো শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান

আইপিএলে দেশটির বিনোদন জগতের তারকারা বেশ আগে থেকেই যুক্ত রয়েছেন। শুধু দলের মালিক হওয়া নয়, খেলার মাঠে বেশ সময় দেন শাহরুখ খান, প্রীতি জিনতারা। তারই ধারাবাহিতায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হলো ঢালিউডের কিং শাকিব খান। বিপিএলে দল কিনলেন চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসল নিয়ে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে। নতুন মৌসুমে হাতবদল হলো ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। ফ্র্যাঞ্চাইজিটির মালিক এখন শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান।

স্পোর্টসমেইল২৪.কমকে রিমার্ক-হারল্যান থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, দলের মালিকানা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চূক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখনি আনুষ্ঠিতভাবে ঘোষণা করা হচ্ছে না। দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি সবাইকে জানানো হবে।

রিমার্ক-হারল্যান হলো প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে পরিচলাক হিসেবে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় এ চিত্রনায়ক।



শেয়ার করুন :