সাকিবের পর পিএসএলের এনওসি পেল মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৯ মে ২০২৫
সাকিবের পর পিএসএলের এনওসি পেল মিরাজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরের বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। একই দলের হয়ে খেলছেন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান।

পিএসএলে মিরাজের এনওসি দেওয়ার বিষয়টি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস নিশ্চিত করেছেন।

বিসিবির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে শাহরিয়ার নাফীস জানান, মিরাজকে (মেহেদী হাসান মিরাজর) লাহোর কালান্দার্সের হয়ে ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশগ্রহণের জন্য এনওসি দিয়েছে বিসিবি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেললেও মিরাজ সেই দলে নেই। ফলে পিএসএলে তার খেলতে কোন সমস্যাও নেই। বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ায় প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাবে মিরাজ।

এদিকে, পিএসএলের ম্যাচ দিয়ে দীর্ঘ পর প্রতিযোগীতা ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান। রোববার (১৮ মে) দিনগত রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে প্লে–অফে খেলা নিশ্চিত করেছে লাহোর। সাকিবের পর এবার মিরাজও সেই দলে যোগ দিচ্ছেন।



শেয়ার করুন :