নারী ক্রিকেট বিশ্বকাপে মাইকিং করে দর্শক বাড়ানোর চেষ্টা আইসিসির

মোশারফ হোসাইন মোশারফ হোসাইন প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৫
নারী ক্রিকেট বিশ্বকাপে মাইকিং করে দর্শক বাড়ানোর চেষ্টা আইসিসির

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম -যেখানে আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য আর বিশ্বকাপের রঙিন আবহ মিলিয়ে এখানে খেলা দেখা দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

স্টেডিয়ামের কোল ঘেঁষে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের জন্য তৈরি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ। তার সঙ্গে প্রিয় দলের খেলা তো আছেই। যারা মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন, তারা উপভোগ করেন সেই মনোমুগ্ধকর পরিবেশ এবং সঙ্গে খেলার উত্তেজনা।

তবে স্টেডিয়ামটিতে দর্শকদের খেলা দেখতে উদ্বুদ্ধ করতে এগিয়ে এসেছে আইসিসি। সোমবার (১৩ অক্টোবর) এমন এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল।
sportsmail24

স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনের প্রধান সড়ক। সড়কের সামনে একটি গাড়িতে করে মাইকে ঘোষণা করা হচ্ছিল। দর্শকদের খেলা দেখতে আমন্ত্রণ জানানো হচ্ছিল। নারী বিশ্বকাপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের দিন এভাবেই দর্শক টানার চেষ্টা করে আইসিসি।

খোঁজ নিয়ে জানা গেছে, নারী ক্রিকেট বিশ্বকাপের দর্শক খরা কাটাতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আইসিসি। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন সময়ে দর্শকদের আমন্ত্রণ জানানো হয় মাঠে আসতে।
sportsmail24

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের ম্যাচ চলাকালীন দর্শক খরার চিত্রও দেখা যায়। গ্যালারিতে দর্শকের উপস্থিতি খুবই কম। মূলত এমন খরা কাটাতেই মাইকিংয়ের মতো প্রচারণার পন্থা বেছে নিয়েছে আইসিসি।

তবে আইসিসির এমন ব্যতিক্রমী উদ্যোগ চোখে পড়লেও ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে বিশ্বকাপ আয়োজনের তেমন সাজসজ্জা ও আনুষ্ঠানিক বড় প্রচারণার চিত্র দেখা যায়নি।



শেয়ার করুন :