হামলায় তিন ক্রিকেটার নিহত, পাকিস্তানে সিরিজ খেলবে না আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ১৮ অক্টোবর ২০২৫
হামলায় তিন ক্রিকেটার নিহত, পাকিস্তানে সিরিজ খেলবে না আফগানিস্তান

দুই দেশের মধ্যে সীমান্ত লড়াইয়ের পাশাপাশি ভারতের পর এবার পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলা থেকে সড়ে দাঁড়ালো আফগানিস্তান। দেশটির আরগুন জেলায় পাকিস্তানের এক হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ায় নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজটি আয়োজনে গত মাসে ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্বাগতিক পাকিস্তানের সাথে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট দল অংশ গ্রহণের কথা ছিল। সূচি অনুযায়ী ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি এবং লাহোরে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হতো।

এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, পাকিস্তানের হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন স্থানীয় ক্রিকেটার রয়েছেন। যারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।

বিবৃতিতে বলা হয়, হৃদয়বিদারক এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ, হারুনসহ আরও পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। পাকতিকা প্রদেশের রাজধানী শারানা শহরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলা শেষে একত্রে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন এবং মারা যান।

ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, মর্মান্তিক এমন ঘটনার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।



শেয়ার করুন :