আফগানিস্তানের সংগ্রহ ২৫৭ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮
আফগানিস্তানের সংগ্রহ ২৫৭ রান

এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান করেছে আফগানিস্তান।

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দলীয় ২৬ রানের মধ্যে দুই উইকেট হারায় আফগানিস্তান। দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ২০ ও এহসানউল্লাহ ১০ রান করে ফিরেন। তাদের শিকার করেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ।

তিন নম্বরে নামা রহমত শাহকেও শিকার করেন নওয়াজ। ৩৬ রান করেন তিনি। তবে আফগানিস্তানের মিডল-অর্ডারে হাসমতউল্লাহ শাহিদি ও অধিনায়ক আসগর আফগান বড় ইনিংস খেলেন। আসগর ৬৭ রানে থামলেও ৯৭ রানে অপরাজিত থাকেন শাহিদি। তার ১১৮ বলের ইনিংসে ৭টি চার ছিলো। পাকিস্তানের নওয়াাজ ৩টি, শাহিন ২টি উইকেট নেন।

স্কোর কার্ড :

আফগানিস্তান ইনিংস :
শেহজাদ ক সরফরাজ ব নওয়াজ ২০
এহসানুল্লাহ ক এন্ড ব নওয়াজ ১০
রহমত ক এন্ড ব নওয়াজ ৩৬
শাহিদি অপরাজিত ৯৭
আসগর বোল্ড ব শাহিন ৬৭
নবী ক হাসান ব শাহিন ৭
জাদরান বোল্ড ব হাসান ৫
নাইব অপরাজিত ১০
অতিরিক্ত (লে বা-২, নো-২, ও-১) ৫
মোট (৬ উইকেট, ৫০ ওভার) ২৫৭

উইকেট পতন :

১/২৬ (এহসানউল্লাহ), ২/৩১ (শেহজাদ), ৩/৯৪ (রহমত), ৪/১৮৮ (আসগর), ৫/২০০ (নবী), ৬/২১২ (জাদরান)।
পাকিস্তান বোলিং :
উসমান : ১০-১-৫৮-০ (নো-১),
শাহিন : ১০-০-৩৮-২,
নওয়াজ (৩) : ১০-১-৫৭-৩,
মালিক : ৪-০-২১-০,
হারিস : ৬-০-৩০-০,
হাসান : ১০-০-৫১-১ (ও-১, নো-১),


শেয়ার করুন :


আরও পড়ুন

পরোয়ানা জারি হতে পারে শামির বিরুদ্ধে

পরোয়ানা জারি হতে পারে শামির বিরুদ্ধে

আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ

আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ

বিসিবির ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন আশরাফুল

বিসিবির ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন আশরাফুল

বিশ্ব দেখেছে আমাদের পারফরমেন্স : হংকং অধিনায়ক

বিশ্ব দেখেছে আমাদের পারফরমেন্স : হংকং অধিনায়ক