রোববার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮
রোববার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চলমান এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ আসরে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে হারের স্মৃতি ভুলে জয়ের স্বাদ পেতে মরিয়া বাংলাদেশের যুবারা।

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ও টুর্নামেন্টের উদ্বোধণী দিনের ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। লংকান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে ৬ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় শ্রীলংকা। ব্যাট হাতে নেমে ৪৬ দশমিক ৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক তৌহিদ হোসেন ৩৫, ওপেনার তানজিদ হাসান ২৪ ও শামিম হোসেন ২০ রান করেন। জবাবে ৭৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের স্বাদ নেয় শ্রীলংকা।

টুর্নামেন্টের উদ্বোধণী দিন আফগানিস্তান ৫ উইকেটে সংযুক্ত আরব আমিরাতকে, ভারত ১৭১ রানে নেপালকে এবং পাকিস্তান ৯ উইকেটে হংকং-কে হারায়।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ভারত। সংযুক্ত আরব আমিরাতকে ২২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এছাড়া শ্রীলংকা ১০ উইকেটে হারিয়েছে হংকংকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ছেলের বাবা হলেন তাসকিন

ছেলের বাবা হলেন তাসকিন

ম্যাচ হারলেও বাংলাদেশের হৃদয় জিতেছে

ম্যাচ হারলেও বাংলাদেশের হৃদয় জিতেছে

বল বিকৃতিতে আসছে ‘লেভেল থ্রি অপরাধ’

বল বিকৃতিতে আসছে ‘লেভেল থ্রি অপরাধ’

নিজেকে ধোনির সঙ্গে তুলনা করলেন রোহিত

নিজেকে ধোনির সঙ্গে তুলনা করলেন রোহিত