নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হ্যাজেলউড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হ্যাজেলউড

ফাইল ছবি

বিশ্বকাপের আগে ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ান পেস তারকা জোস হ্যাজেলউড। চলতি সপ্তাহে স্ক্যান রিপোর্টের ফলাফলে জানা যাবে কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন।

পিঠের ইনজুরির কারনে শ্রীলংকার বিপক্ষে সম্প্রতি দুটি টেস্ট ম্যাচে খেলতে পারেননি এই অসি সহ- অধিনায়ক। একই কারনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সফর থেকেও তিনি ছিটকে গেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলি এর আগে বলেছিলেন হ্যাজেলউড স্ট্রেচ ফ্র্যাকচারের প্রাথমিক পর্যায়ে রয়েছেন। এর আগে এই একই কারনে গত বছর তিনি ছয় মাস মাঠের বাইরে ছিলেন।

এদিকে হ্যাজেলউড সাংবাদিকদের কাছে জানিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে তিনি ফেরার লক্ষ্যস্থির করেছেন। শুক্রবার ফলো-আপ স্ক্যানে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আর তারপরপরই পরবর্তী পুনর্বাসন শুরু হবে। যদিও তিনি জানিয়েছেন প্রতিদিনই কিছুটা উন্নতি হচ্ছে যা তাকে আরো আশাবাদী করে তুলেছে।

আগামী ১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। এর আগে মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে।

শ্রীলংকার বিপক্ষে শেষ টেস্টে পেশীতে টান পড়ায় হ্যাজেলউডের সতীর্থ আরেক পেসার মিচেল স্টার্কও ইনজুরির সাথে লড়াই করছেন। ভারতের বিপক্ষে ইতোমধ্যেই তিনি বাদ পড়লেও পাকিস্তানের বিপক্ষে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।


শেয়ার করুন :


আরও পড়ুন

‘ছন্দহীন’ মেসি শতভাগ ফিট ছিল : বার্সা কোচ

‘ছন্দহীন’ মেসি শতভাগ ফিট ছিল : বার্সা কোচ

অবশেষে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজটি

অবশেষে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজটি

সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার বোলিং কোচের পদত্যাগ

সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার বোলিং কোচের পদত্যাগ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা