শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চার চমক

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৮ এপ্রিল ২০১৯
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চার চমক

আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২০১৭ সালে পর থেকে লাহিরু থিরিমান্নে, মিলিন্দা শ্রীবর্ধনে, জাফরি ভান্ডারসে এবং ২০১৫ সালের পর থেকে কোন ওয়ানডে না খেলা জীবন মেন্ডিসের মতো ক্রিকেটারদের বিশ্বকাপ দলে রেখে এক প্রকার চমক দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে যেন চমকের কমতি নেয়। বিশ্বকাপ নেতৃত্বে দিবেন দিমুথ করুনারত্নে। যিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বিশ্বকাপে। তবে আগে ভাগে আঁচ করা যাচ্ছিলো করুনারত্নেকে আসন্ন বিশ্বকাপের অধিনায়কত্ব দেওয়া হবে।

দলে ডাক পেয়েছেন সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওয়ানডে খেলে মাত্র ৬১ রান করা অভিষকা ফার্নান্দো। তবে অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ চান্দিমাল বিশ্বকাপ দলে জায়গা পাননি। সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাজে সময় গেলেও, ধারণা করা হচ্ছিরো অভিজ্ঞতার বিচারে দলে ডাক পাবেন জান্দিমাল।

sl

শুধু চান্দিমাল নয়, ক্রিকেটার উপুল থারাঙ্গা, আকিলা ধনঞ্জয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্বকাপ খেলা হচ্ছে না।

শ্রীলঙ্কা বিশ্বকাপ দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গা, লাহিরু থিরিমান্নে, অভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, জেফরি ভেন্ডারসে, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস, মিলিন্দা সিঁড়িবর্ধনে।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্চারের ভাগ্য ঝুলিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

আর্চারের ভাগ্য ঝুলিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

স্মিথ-ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্মিথ-ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা