কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৩ মে ২০১৯
কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

ফাইল ফটো

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এবার তাদেরকে ফেরানো হলো কেন্দ্রীয় চুক্তিতে।

২০১৯-২০ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার জেমস প্যাটিনসন ও অলরাউন্ডার মিচেল মার্শ।

গত বছর কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের সাথে জড়িত থাকার দায়ে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই সাথে অস্ট্রেলিয়ার চুক্তি থেকেও বাদ পড়েন তারা।

নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় আসন্ন মৌসুমের জন্য ঘোষিত নতুন চুক্তির তালিকায় নাম উঠলো স্মিথ-ওয়ার্নারের। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলেও আছেন তারা।

স্মিথ-ওয়ার্নারকে চুক্তিতে রাখার বিষয়ে সিএ’র নির্বাচকদের প্রধান ট্রেভর হন্স বলেন, ‘আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজের কথা চিন্তা করেই আমরা এমন চুক্তির তালিকা প্রকাশ করেছি। আমরা বিশ্বাস করি, ২০১৯-২০ চুক্তির তালিকায় থাকা খেলোয়াড়রা ক্রিকেটের তিন ফরম্যাটে নিজেদের পারফরমেন্স প্রদর্শনে সক্ষম হবে।’

২০১৯-২০ মৌসুমে সিএ’র চুক্তিতে রয়েছেন যারা
প্যাট কামিন্স, নাথান কলটার-নাইল, অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, জশ হ্যাজেলউড, নাথান লিঁয়, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, টিম পাইন, জেমস প্যাটিনসন, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়িনিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল

বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

স্মিথ-ওয়ার্নার ফেরার ম্যাচে অস্ট্রেলিয়ার শ্বাসরুদ্ধকর জয়

স্মিথ-ওয়ার্নার ফেরার ম্যাচে অস্ট্রেলিয়ার শ্বাসরুদ্ধকর জয়

দুঃখের রেকর্ডে ম্যাককালামের সঙ্গী গেইল

দুঃখের রেকর্ডে ম্যাককালামের সঙ্গী গেইল