কোহলি আগামী ক্রিকেটারদের বড় উদাহরণ : লারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৫ মে ২০১৯
কোহলি আগামী ক্রিকেটারদের বড় উদাহরণ : লারা

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আইসিসি দ্বাদশ বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং লাইন-আপের প্রাণ ভোমরা হবেন অধিনায়ক বিরাট কোহলি। নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্ব সেরা ব্যাটসম্যান কোহলির ওপর ভারতের সম্ভাবনা অনেকাংশে নির্ভর করবে। মেগা এ ইভেন্টেই কোহলি ওয়ানডতে ১১ হাজার রান ও সেঞ্চুরির সংখ্যা বাড়াবেন বলে ধারণা করা হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান লারার মতে কোহলি মানুষ নয়, একটি যন্ত্র। ভারতীয় অধিনায়ক কেবলমাত্র বর্তমান খেলোয়াড়দের জন্যই নয়, যে সব তরুণ তারকা ভবিষ্যতে নিজ দেশের হয়ে খেলতে চায় তাদের জন্যও অনুভূতি পরিবর্তন করে দিয়েছেন বলে মনে করছেন লারা।

একটি বার্তা সংস্থাকে লারা বলেন, ‘সে একটা মেশিন (যন্ত্র)। ৮০/৯০ দশকে আমরা যে ক্রিকেটের সঙ্গে পরিচিত ছিলাম তিনি সেখানে পরিবর্তন এনে দিয়েছেন। এই মুহূর্তে যে ক্রিকেট খেলা হচ্ছে, সে জন্য আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে। কোহলি এমন একজন খেলোয়াড় যে জিমনেশিয়ামে সময় ব্যয় করে এবং দেখিয়েছে আপনার ফিটনেসের জন্য কাজ করাটা গুরুত্বপূর্ণ। সে এখন অনেকটাই একটা রান মেশিন।’

তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তি যে কিনা প্রায় সব ম্যাচেই মাঠে নামছে এবং রান করছে। আমার কাছে শচিন টেন্ডুলকার সর্বকালের সেরাদের একজন। সুতরাং তার সাথে আমি কোহলিকে তুলনা করব না। তবে কোহলি বিশেষ মেধাবী একজন খেলোয়াড় এবং সকল তরুণ ও আগামী দিনের ক্রিকেটারদের জন্য একটা বড় উদাহরণ।’

তৃতীয়বারের মত খেললেও বিশ্বকাপে প্রথমবারের মত দলকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি এবং লারার বিশ্বাস অলরাউন্ড বোলিং আক্রমণের কারণে এবার ভারতীয় দলের যথেষ্ঠ সম্ভাবনা আছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সুযোগ থাকলে কোহলিকে দলে নিতেন মাশরাফি

সুযোগ থাকলে কোহলিকে দলে নিতেন মাশরাফি

কারা জিতবে বিশ্বকাপ, শুনুন দলনেতাদের মুখে

কারা জিতবে বিশ্বকাপ, শুনুন দলনেতাদের মুখে

বিশ্বকাপ হবে রান বন্যার এবং চ্যালেঞ্জিং : কোহলি

বিশ্বকাপ হবে রান বন্যার এবং চ্যালেঞ্জিং : কোহলি

লিডিং ক্রিকেটারে কোহলির হ্যাটট্রিক

লিডিং ক্রিকেটারে কোহলির হ্যাটট্রিক