পাকিস্তানের বিপক্ষে না খেলতে পারেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৬ মে ২০১৯
পাকিস্তানের বিপক্ষে না খেলতে পারেন সাকিব

ফাইল ছবি

বিশ্বকাপের কয়েক মাস আগেও ইনজুরি নিয়ে বড় চিন্তার কারণ ছিল বিসিবির। তবে সুখের কথা হলো বাংলাদেশ দল এখন পুরোপুরি ইনজুরি মুক্ত। তবে বিশ্বকাপের আগে কোন ক্রিকেটার যেন ইনজুরিতে না পড়ে, সেটা ব্যাপারে সতর্ক বিসিবি।

ত্রিদেশীয় সিরিজে আয়াল্যান্ডের বিপক্ষে পিঠের ডানপাশের পেশিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকেই মাঠ থেকে ছিটকে যান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল ম্যাচেও খেলা হয়নি ওয়ানডেতে বিশ্বসেরা এ অলরাউন্ডরের।

তবে বিশ্বকাপের আগে অনুশীলনে সাকিবে ফিরেছেন। কিন্তু বিসিবি সাকিবকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান বলে জানা গেছে। তাই পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাকিবকে নাও দেখা যেতে পারে।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কার্ডিফে পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচে খেললেও, ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটিত খেলার সম্ভাবনা নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালেরও।

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং ১১ জন করতে পারলেও খেলতে পারবেন স্কোয়াডে থাকা সবাই। এই ম্যাচের জন্য সাকিবকে বাইরে রেখে ১৪ জনের দল ঠিক করে রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মিথুন, মাহমুদউল্লাহ, সাব্বির, মিরাজ/ মোসাদ্দেক, সাইফউদ্দিন/ আবু জাহেদ রাহি, মাশরাফি (অধিনায়ক) ও মোস্তাফিজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

যত রানেই খেলা হোক, চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ প্রস্তুত : রুবেল

যত রানেই খেলা হোক, চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ প্রস্তুত : রুবেল

দ্বাদশ আসর যাদের শেষ বিশ্বকাপ

দ্বাদশ আসর যাদের শেষ বিশ্বকাপ

পাকিস্তানের বিপক্ষে না খেলতে পারেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে না খেলতে পারেন সাকিব

বিশ্বকাপে ২ কোটি টাকার টিকিট কিনবে বাংলাদেশ

বিশ্বকাপে ২ কোটি টাকার টিকিট কিনবে বাংলাদেশ